X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খেলা চলাকালীন এলো করোনা আক্রান্তের খবর, সাইফদের ম্যাচ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৩:৩৫আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৪:২৩

শুক্রবার খেলা, তাই বৃহস্পতিবার করা হয়েছিল করোনাভাইরাস পরীক্ষা। কিন্তু ম্যাচের সময় হয়ে যাওয়ার পরও ফল হাতে আসেনি। বাধ্য হয়ে ফল না দেখেই শুরু হয় বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের প্রথম ওয়ানডে। কিন্তু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচটির মাঝপথেই পড়লো বাধা। খবর এলো, আইরিশ দলটির অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস, যিনি একাদশে থেকে ফিল্ডিং করছেন, তিনি করোনায় আক্রান্ত! তাই ৩০ ওভার শেষে বাতিল করা হয়েছে ম্যাচটি।

বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। তাদের খেলা পরিত্যক্তের খবর দিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আয়ারল্যান্ড টিম ম্যানেজমেন্ট শুরুতে প্রিটোরিয়াসের বদলি নামানোর চিন্তা করেছিল, কিন্তু পরে তারা মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর পরবর্তীতে পরিত্যক্তের ঘোষণা আসে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, কোভিড পরীক্ষার ফল যখন হাতে এসেছে, তখন ম্যাচ বাতিল করা ছাড়া আর কোনও উপায় ছিল না। একই সঙ্গে তিনি এও নিশ্চিত করেছেন, রবিবার দ্বিতীয় ওয়ানডের আগে ‍দুই দলের সব খেলোয়াড়কে আবার পরীক্ষা করানো হবে।

নিজামউদ্দিনের ব্যাখ্যা, ‘যেই পজিটিভ হবে, আমরা তাৎক্ষণিক তাকে প্রোটোকল মেনে আইসোলেশনে নিয়ে যাব। এই রিপোর্ট (প্রিটোরিয়াসের করোনা পরীক্ষার ফল) আসতে কিছুটা দেরি হয়েছে। যে কারণে আমাদের হাতে আর কোনও সুযোগ ছিল না।’

বাতিল হওয়া ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ ইমার্জিং দল। করোনা পজিটিভের খবর আসার আগে ৩০ ওভারে স্বাগতিকরা ৪ উইকেটে করেছিল ১২২ রান। এর আগে চার দিনের ম্যাচে আইরিশ দলকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইমার্জিং দল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ