X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঈদের দিনে সুখবর পেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১৮:১০আপডেট : ২১ জুলাই ২০২১, ১৮:১০

জুয়াড়ির প্রস্তাব পেয়েও গোপন করেছিলেন, এজন্য নিষিদ্ধ হতে হয় সাকিব আল হাসানকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আসার পর বোলিংয়ে মোটামুটি পারফর্ম করলেও ব্যাটিংয়ে ছিলেন যাচ্ছেতাই। জিম্বাবুযে সিরিজে এসে ফিরেছেন নিজের পুরোটা নিয়ে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন। আর তারই পুরস্কার হিসেবে আজ (বুধবার) ঈদুল আজহার দিনে আইসিসি থেকে পেলেন সুসংবাদ।

আইসিসির ওয়ানডের ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। জিম্বাবুয়ে সিরিজের চমৎকার পাফরম্যান্সে বোলিংয়ে ৯ ধাপ ও ব্যাটিংয়ে ৩ ধাপ এগিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। গত সপ্তাহে হওয়া ওয়ানডে সিরিজের পারফরম্যান্স হিসাব করে আজ নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেট নিয়ে সাকিব হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। এই পারফরম্যান্স বোলিং র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ ওপরে নিয়ে এসেছে বাঁহাতি তারকাকে। যাতে শীর্ষ দশে ঢুকে গেছেন সাকিব। ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন ৮ নম্বরে।

ব্যাটিংয়েও উন্নতি হয়েছে তার। দ্বিতীয় ওয়ানডেতে সাকিব খেলেন ম্যাচ জেতানো হার না মানা ৯৬ রানের ইনিংস। দীর্ঘদিন পর রানে ফিরে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে এখন আছেন তিনি ২৮ নম্বরে।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবালেরও। বাংলাদেশ অধিনায়ক প্রথম দুই ওয়ানডেতে সুবিধা করতে না পারলেও শেষ ম্যাচে খেলেছেন ১১২ রানের অসাধারণ ইনিংস। দারুণ এই ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতা তামিম এগিয়েছেন একধাপ, এখন আছেন ২৩তম স্থানে।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার না মানা ৯৬ রানের ইনিংস খেলা শিখর ধাওয়ান দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৬ নম্বরে। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি আছেন ২৭তম স্থানে।

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে মুজিব উর রহমান। চার নম্বরে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি