X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রথম বিশ্বকাপের কথা মনে পড়ছে সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৫

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। ওটা আবার ছিল সাকিব আল হাসানের প্রথম বিশ্বকাপ। ভারতকে বিদায় করে সুপার এইটে নেমে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। ওই বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে বেশকিছু ম্যাচ জয়ের সুখস্মৃতি সঙ্গী ছিল বাংলাদেশের। ওই জয়ই বিশ্বকাপের মাঠে ভালো খেলতে সহায়তা করেছিল সাকিব-মুশফিকদের। বুধবার প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের উড়িয়ে দেওয়ার পর সাকিব ২০০৭ বিশ্বকাপ স্মরণ করলেন।

মিরপুরের স্লো ও টার্নিং উইকেটে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের জন্য একই ফাঁদ পেতে সাফল্য পেতে মরিয়া মাহমুদউল্লাহরা। কিন্তু স্পোর্টিং উইকেট ছাড়া এমন জয় কি আত্মবিশ্বাস জোগাতে যথেষ্ট? কেননা আইসিসির ইভেন্টে এমন উইকেট পাওয়ার কোনও সুযোগ নেই।

যদিও ক্রিকেটাররা বরাবরই বলে আসছেন, ম্যাচ জয়ের আত্মবিশ্বাসের বিকল্প অন্য কিছুতে নেই। কিউইদের বিপক্ষে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া সাকিব যেমন বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ম্যাচ জিতেছি। এটা আমাদের জন্য খুবই ভালো বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়ায়। আমার মনে আছে, আমরা ২০০৭ বিশ্বকাপে যখন ভালো করি, তার আগে আমরা অনেক ম্যাচ জিতেছিলাম টানা, ওয়ানডেতে। ওটা আমাদের সহায়তা করেছিল ২০০৭ বিশ্বকাপে ভালো করতে। আমার মনে হয়, এই জয়গুলো দলের আত্মবিশ্বাসকে ভালো অবস্থায় নিয়ে যাবে, যেখানে আমরা বিশ্বকাপে গিয়ে ভালো করতে পারি।’

প্রথম টি-টোয়েন্টি জয় পরের ম্যাচগুলো জিততে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারা সবসময়ই দারুণ অনুভূতি। বিশেষ করে, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনও জিতিনি আগে (টি-টোয়েন্টিতে)। এই জয় তাই আমাদের প্রেরণা জোগাবে এবং পরের ম্যাচগুলোতে জয়ের আত্মবিশ্বাস দেবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
সর্বশেষ খবর
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র