X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

সাকিববিহীন কলকাতার উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২

করোনাভাইরাস বিরতির পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন একাদশে সাকিব আল হাসানকে দেখার। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারের জায়গা হয়নি। তবে তাকে ছাড়াই বড় জয় পেয়েছে কলকাতা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে ইয়োন মরগানরা। দাঁড়াতেই পারেনি বিরাট কোহলিরা। ৯ উইকেটের বিশাল জয়ে ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা।

ব্যাট-বলে বেঙ্গালুরুকে রীতিমতো শাসন করেছে মরগানরা। প্রথমে বোলিংয়ে ১৯ ওভারে বেঙ্গালুরুকে ৯২ রানে অলআউট করে জয়ের পথ সহজ করেছে। পরে দুই ওপেনার শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ঝড়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে কলকাতা।

বোলিংয়েই আসলে কাজ সেরে রেখেছিল কলকাতা। আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসনের দুর্দান্ত পারফরম্যান্সে ৯২ রানে গুটিয়ে যায় চমৎকার ব্যাটিং লাইনআপের বেঙ্গালুরু। সর্বোচ্চ ২২ রানে আসে ওপেনার দেবদূত পড়িকলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান শ্রীকর ভারতের। ১২ রান হার্শাল প্যাটেলের। দুই অঙ্কের ঘরে যাওয়া অন্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল করেন ১০ রান। ব্যর্থতার মিছিলে কিছুই করতে পারেননি বিরাট কোহলি (৫) ও এবি ডি ভিলিয়ার্স (০)।

বল হাতে রাসেল ছিলেন আগুন! ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা বরুণ ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ফার্গুসন ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট।

সহজ লক্ষ্যে খেলতে নেমে ঝড় তুলেছিলেন কলকাতার দুই ওপেনার শুবমান ও ভেঙ্কটেশ। শুবমান ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮ রান করে আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ভেঙ্কটেশ। বাঁহাতি ওপেনার ২৭ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। তিনে নামা রাসেল স্ট্রাইকই পাননি!

কলকাতার হারানো একমাত্র উইকেটটি যুজবেন্দ্র চাহালের।   

/কেআর/
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
খুলনায় অসুস্থ নারীর পাশে দাঁড়ালো ‘স্বপ্ন’ কর্মীরা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, মির্জা ফখরুলের প্রত্যাশা
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক
সর্বাধিক পঠিত
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে