X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সাকিববিহীন কলকাতার উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২

করোনাভাইরাস বিরতির পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন একাদশে সাকিব আল হাসানকে দেখার। কিন্তু বাংলাদেশি অলরাউন্ডারের জায়গা হয়নি। তবে তাকে ছাড়াই বড় জয় পেয়েছে কলকাতা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে ইয়োন মরগানরা। দাঁড়াতেই পারেনি বিরাট কোহলিরা। ৯ উইকেটের বিশাল জয়ে ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা।

ব্যাট-বলে বেঙ্গালুরুকে রীতিমতো শাসন করেছে মরগানরা। প্রথমে বোলিংয়ে ১৯ ওভারে বেঙ্গালুরুকে ৯২ রানে অলআউট করে জয়ের পথ সহজ করেছে। পরে দুই ওপেনার শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ঝড়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে কলকাতা।

বোলিংয়েই আসলে কাজ সেরে রেখেছিল কলকাতা। আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসনের দুর্দান্ত পারফরম্যান্সে ৯২ রানে গুটিয়ে যায় চমৎকার ব্যাটিং লাইনআপের বেঙ্গালুরু। সর্বোচ্চ ২২ রানে আসে ওপেনার দেবদূত পড়িকলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান শ্রীকর ভারতের। ১২ রান হার্শাল প্যাটেলের। দুই অঙ্কের ঘরে যাওয়া অন্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল করেন ১০ রান। ব্যর্থতার মিছিলে কিছুই করতে পারেননি বিরাট কোহলি (৫) ও এবি ডি ভিলিয়ার্স (০)।

বল হাতে রাসেল ছিলেন আগুন! ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা বরুণ ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ফার্গুসন ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট।

সহজ লক্ষ্যে খেলতে নেমে ঝড় তুলেছিলেন কলকাতার দুই ওপেনার শুবমান ও ভেঙ্কটেশ। শুবমান ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮ রান করে আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ভেঙ্কটেশ। বাঁহাতি ওপেনার ২৭ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। তিনে নামা রাসেল স্ট্রাইকই পাননি!

কলকাতার হারানো একমাত্র উইকেটটি যুজবেন্দ্র চাহালের।   

/কেআর/
সম্পর্কিত
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বশেষ খবর
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
পঞ্চম বারের মতো কমলো সোনার দাম
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে