X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নেট বোলার এখন হায়দরাবাদের মূল দলে

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২

বয়স মাত্র ২১। ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছে এ বছরই। মাত্র একটি টি-টোয়েন্টি আর একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে। অথচ কিনা আইপিএলে সুযোগ মিলে গেলো! কপাল বলতে হবে উসমান মালিকের। জম্মু ও কাশ্মিরের এই মিডিয়াম পেসারকে করোনাভাইরাস বদলি হিসেবে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে হায়দরাবাদের নেট বোলার হিসেবে যুক্ত ছিলেন মালিক।

গত ২২ সেপ্টেম্বর করোনা পজিটিভ হন টি নাটারাজন। আইসোলেশনে থাকা এই পেসারের করোনা বদলি হিসেবে মালিকের দল পাওয়া। সংযুক্ত আরব আমিরাতে হায়দরাবাদের নেট বোলার হিসেবে নজর কেড়েছেন তিনি। তাই নাটারাজনের বদলি হিসেবে তাকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ বছর ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় পা রেখে মালিক খেলেছেন একটি করে টি-টোয়েন্টি ও লিস্ট ‘এ’ ম্যাচ। টি-টোয়েন্টির সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেলওয়ের বিপক্ষে জম্মু ও কাশ্মির পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ৫০ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে বেঙ্গলের বিপক্ষে ১০ ওভারে ৯৮ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট।

আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি স্বল্প সময়ের জন্য কোভিড আক্রান্ত খেলোয়াড়ের বদলি নিতে পারবে। তাই মালিক ‘টি নাটারাজনের সুস্থতা ও দলে যোগ দেওয়ার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের অংশ হতে পারবেন’ বলে বিবৃতিতে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

এ বছরের শুরুতে আইপিএলের প্রথম পর্বে অলরাউন্ডার শামস মুলানি একইভাবে স্বল্প সময়ের জন্য করোনাভাইরাস বদলি হয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে তিনি যুক্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল কোভিড পজিটিভ হওয়ায়।

/কেআর/
সম্পর্কিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বশেষ খবর
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র