X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে ভালো করার এটাই সেরা সময়: মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৮:৩৩আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৮:৩৩

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে রঙিন পোশাকের সঙ্গে পরিচয় ঘটে মুশফিকুর রহিমের। ওয়ানডে অভিষেকের চার মাসের মাথায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। মাত্র একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান মুশফিক। এরপর একে একে সব বিশ্বকাপেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। এবার আরও পরিণত মুশফিককে পাওয়ার প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। মুশফিকও জানালেন, নিজের অভিজ্ঞতার পুরোটা দেওয়ার চেষ্টা করবেন ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে।

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলেছিলেন তিনি। তবে ভালো ক্রিকেট খেলার মাঝেও নিশ্চিত জেতা একটি ম্যাচ হারতে হয়েছিল মুশফিকের ভুলেই! ভারতের বিপক্ষে ওই ম্যাচটি হারার পর বেশ সমালোচিত হয়েছিলেন। এরপর কেটে গেছে আরও পাঁচটি বছর। আরেকটি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ২০১৬ বিশ্বকাপের সঙ্গে এবারের বিশ্বকাপে খেলতে যাওয়ার পার্থক্য কী, এমন প্রশ্নে মুশফিকের রসিকতা, ‘পার্থক্য বলতে দাড়িগুলো একটু বড় হয়েছে... এটা বলতে পারেন। চুল একটু কমে গেছে... এটা বলতে পারেন।’

পরক্ষণেই ‘সিরিয়াস’ মুশফিক, ‘তবে ক্রিকেটার হিসেবে একজন যত খেলবে, ততই শিখবে। আমিও এর ব্যতিক্রম কিছু না। আমিও প্রতিদিন চেষ্টা করি নিজেকে উন্নত করার। আমি যত উন্নতি করতে পারবো, বাংলাদেশ দলকে তত দিতে পারবো। আমি বিশ্বাস করি, যে দলে যত বেশি অবদান রাখতে পারবে, ততই দলের উপকার। অবশ্যই অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে এটা আমার দায়িত্ব, সেভাবেই চেষ্টা থাকে।’

আগের ছয় বিশ্বকাপের পারফরম্যান্স ভুলে মুশফিক মনে করেন, এটাই ভালো করার সেরা সময়, ‘আমরা যতবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলি না কেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। কারণ আমরা ধারাবাহিক ভালো করছি টি-টোয়েন্টিতে। অবশ্যই এটা সহজ নয়। তবে আমি মনে করি যে এটা সঠিক সময় এবং সেরা সময়। যেহেতু শেষ তিনটা সিরিজে আমরা জিতেছি। দুটো হোমে এবং একটা অ্যাওয়েতে। এটা অনেক বড় একটা আত্মবিশ্বাস আমাদের দল হিসেবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিম-মুশফিকের ব্যাটে প্রাইম ব্যাংকের জয়
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস