X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পারলো না মুম্বাই, সাকিবের কলকাতা প্লে-অফে

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ০০:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০:১৭

কঠিন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কেবল জিতলেই হবে না, ১৭১ রানের ব্যবধানে জিততে হবে মুম্বাইকে। কিন্তু সেটি পারেনি মুম্বাই। ফলে হায়দরাবাদের বিপক্ষে ৪২ রানে জিতেও প্লে-অফ খেলার সুযোগ হচ্ছে না তাদের। আর মুম্বাইয়ের বিদায়ে রান রেটে এগিয়ে থাকা সাকিবের কলকাতার প্লে-অফ নিশ্চিত হয়ে গেলো।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কঠিন সমীকরণে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল মুম্বাই। এমন কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন ওপেনার ইশান কিশান। ১৬ বলে হাফসেঞ্চুরি তুলে নেন এই তরুণ ওপেনার। উইকেটের একপাশে ইশান কিশান তাণ্ডব চালালেও অন্য প্রান্তে নিষ্প্রভ ছিলেন অধিনায়ক রোহিত শর্মা (১৮)।  দশম ওভারে ফিরে যান ইশান, আউট হওয়ার আগে খেলেন ৩২ বলে ১১ চার ও  ৪ ছক্কায় ৮৪ রানের ইনিংস।

তবে ইশান আউট হতেই সূর্যকুমার যাদব নতুন তাণ্ডব শুরু করেন। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে আউট হন যাদব। ৪০ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন তিনি। এই দুই ব্যাটসম্যানের বিস্ফোরক ইনিংসে মুম্বাই ৯ উইকেট হারিয়ে আইপিএলের রেকর্ড ২৩৫ রান করে।

২৩৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে হায়দরাবাদ ভালোই লড়াই করেছে। মণীশ পান্ডের ইনিংসের ওপর ভর করে হায়দরাবাদ ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানে গিয়ে থেমে যায়। মণীশ ৪১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে তিনি একাই লড়াই করেছেন। এছাড়া জেসন রয় ৩৪ ও অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৩৩ রান।

১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে চলতি মৌসুমের আইপিএল মিশন শেষ হলো মুম্বাইয়ের। অন্যদিকে ১৪ ম্যাচে মাত্র তিন জয়ে সবার নিচে থেকেই আইপিএল শেষ করলো সানরাইজার্স হায়দরাবাদ।

 

/আরআই/আইএ/
সম্পর্কিত
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে পাঞ্জাবকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী