X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ব্যাটিং ‘তৃতীয় শ্রেণি’র সঙ্গেও যায় না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭:২৩

ছন্নছাড়া ব্যাটিংয়ে হতাশ করেছে বাংলাদেশ। এক-দুটি নয়, গোটা বিশ্বকাপেই ছিল একই ছবি। টি-টোয়েন্টি বিশ্ব আসরে ভরাডুবির মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়ান পেসারদের সামনে মাত্র ৭৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহরা। স্কোরকার্ডের খারাপ অবস্থার চেয়ে বড় বিষয় হলো, ব্যাটারদের আউটগুলো ছিল দৃষ্টিকটু। এমন ব্যাটিংয়ে সমালোচনা হওয়াই যৌক্তিক। দেশ পেরিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহও ধুয়ে দিয়েছেন ‘তৃতীয় শ্রেণির ক্রিকেটেও এমন ব্যাটিং দেখা যায় না’ মন্তব্য করে।

অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ বাংলাদেশের ব্যাটিং দেখে প্রচণ্ড বিরক্ত অস্ট্রেলিয়ান গ্রেট মার্ক ওয়াহ। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের ব্যাটারদের কঠোর সমালোচনা করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যাটিং কীভাবে হয়, মেলাতে পারছেন না অস্ট্রেলিয়ার সোনালি যুগের অন্যতম সৈনিক। ১২৮ টেস্ট ও ২৪৪ ওয়ানডে খেলা সাবেক এই ব্যাটার বলেছেন, ‘খুবই বিরক্তিকর ব্যাটিং। আমি জানি অস্ট্রেলিয়া ভালো বোলিং করেছে। কিন্তু বাংলাদেশ  যেভাবে ব্যাটিং করেছে, সেটি কখনোই আন্তর্জাতিক মানের নয়। এটা দেখাও খুব বিব্রতকর। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এমন ব্যাটিং তৃতীয় শ্রেণির ক্রিকেটেও দেখা যাবে না।’

ক্রিকেট লেখক টিম উইগমোর তো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের কাছ থেকে এমন পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। আমার মতে, সুপার টুয়েলভে সবচেয়ে বাজে দল বাংলাদেশ। অনেক কারণ রয়েছে। তার মধ্যে সবচেয় বড় কারণ জঘন্য উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলা। যেটা তাদের উন্নতিতে কোনও ভূমিকা রাখতে পারেনি।’

অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসনের। বৃহস্পতিবার ম্যাচের পর তিনি বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার কারণ হিসেবে ‘বাজে’ উইকেটকেই সামনে এনেছেন, ‘আমি কয়েক বছর আগে বাংলাদেশে বিপিএল খেলতে গিয়েছিলাম। সেখানকার উইকেট দেখে বিস্মিত হয়েছি। তখনই বুঝেছিলাম এই উইকেটে খেলে বাংলাদেশ বড় আসরগুলোতে ভালো করতে পারবে না।’

হতাশা লুকাতে পারেননি হার্শা ভোগলেও। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার টুইটারে তিনি লিখেছেন, ‘১০ মিনিটে মাহমুদউল্লাহ ও নাঈমের ব্যাটিং দেখলেই বোঝা যায়, বাংলাদেশি সমর্থক হওয়া কতটা হতাশার। এই টুর্নামেন্টে ২ জয়ের সঙ্গে ৬টি হার দিয়ে শেষ হলো বাংলাদেশেরে বিশ্বকাপ জার্নি। হতাশার বিষয় হলো, প্রতিভাবান ক্রিকেটাররা প্রত্যশা পূরণ করতে পারছেন না।’

/আরআেই/কেআর/
সম্পর্কিত
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন সাইফউদ্দিন
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ