X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৯:০৩

বিশ্বকাপ ব্যর্থতার পর সমালোচনায় বিদ্ধ বাংলাদেশের ক্রিকেটাররা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের পাশেই আছেন। গণভবনে বুধবার বিকালের সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। আজ (বৃহস্পতিবার) সেই প্রসঙ্গ উঠতেই সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উৎসাহ-অনুপ্রেরণা সবসময়ই দলের জন্য কল্যাণকর। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আমিও শুনেছি (প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য।’

টি-টোয়েন্টি অধিনায়ক আরও যোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত করবো যে, আমরা যেন আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে পারি। ইনশাআল্লাহ্।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বুধবার এক সাংবাদিক প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ‘বাংলাদেশের এই পারফরম্যান্স আপনি হতাশাজনক বলে মনে করেন কি?’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এত হতাশ হচ্ছেন কেন! বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলছে, দুই-একটি দলকে হারাচ্ছে এটাই তো বড় কথা। তারা খেলছে এটাই অনেক। আমি চাচ্ছি, তাদের আরও ট্রেনিং করানো। একটুতে হতাশ হওয়া যাবে না, আবার বেশি উৎফুল্ল হওয়াও যাবে না। আগামীতে ভালো করবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তামিমের বার্তা‘বুড়ো, কিন্তু নট আউট’
টানা ৮ হারে প্লে-অফ থেকে ছিটকে গেলো ঢাকা
সেরা করদাতা সাকিব-রিয়াদ-তামিম
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ