X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শেষ দিনে ‘বিশেষ কিছুর’ আশায় বাংলাদেশ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৯ নভেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:১৮

পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে চতুর্থ দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ১০৯ রান তুলেছে বাবর আজমরা। ফলে চট্টগ্রাম টেস্টে জয় থেকে ৯৩ রান দূরে সফরকারীরা। শেষ দিনে অলৌকিক কিছু না ঘটলে চট্টগ্রাম টেস্ট জিততে যাচ্ছে পাকিস্তান। তবু জয়ের বিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।

আজ (সোমবার) চতুর্থ দিন শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘এই ম্যাচে পাকিস্তান অনেক এগিয়ে। তাদের প্রয়োজন মাত্র ৯৩ রান। ফলে কাল (মঙ্গলবার) আমাদের বিশেষ কিছু করার প্রয়োজন হবে। টেস্ট ক্রিকেটে অনেক কিছুই সম্ভব। আমাদের আগামীকাল সকালে ভালো শুরু করতে হবে। আমাদের এই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে, যে আমাদের এখনও ম্যাচে কিছু করার সুযোগ আছে। শুরুতে দুটি উইকেট তুলে নিতে পারলে, ভালো সুযোগ তৈরি হবে। ক্রিকেটে যেকোনও কিছুই সম্ভব।’

লিটন দাস ও কনকাশন-সাব হয়ে নামা নুরুল হাসান সোহান মিলে বড় জুটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাজে শটে সপ্তম উইকেট হিসেবে সোহান আউট হতেই দ্রুত অলআউট হয় বাংলাদেশ। ১৫৩ থেকে ১৫৭ রান যেতেই হারায় শেষ ৪ উইকেট।

লক্ষ্য ছিল, অন্তত আরও ৪০-৫০ রান করে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর। প্রধান কোচ সেটিই জানিয়ে গেলেন, ‘আমি মিডিয়ার সামনে ক্রিকেটারদের সমালোচনা করতে চাইছি না। তবে আমি ভেবেছিলাম আমরা কিছু মোমেন্টাম তৈরি করতে পারবো। বিপর্যয়ের পর আমরা ভালোই এগিয়েছিলাম। ৪ উইকেট হাতে রেখে আমরা ১৯৬ রানে এগিয়েছিলাম। দুই ব্যাটার (লিটন-সোহান) বেশ ভালো অবস্থানে ছিলেন। আরও ৪০-৫০ রানের জুটি হলে পাকিস্তানকে চাপে রাখা যেতো। তখন হয়তো ওরা শেষ বিকেলে একঘণ্টা ব্যাটিং করার সুযোগ পেতো।’

ইয়াসির আলীর বদলি হিসেবে সুযোগ পাওয়া সোহান দারুণ খেলছিলেন। কিন্তু বাজে শটে আউট হয়ে সাজঘরে ফিরতেই বাংলাদেশ গুটিয়ে যায়। সোহানের ওই শট নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আপনি যদি সোহানকে জিজ্ঞাসা করেন, এই একই বলে সে একই শট খেলবে কিনা, সে নিশ্চিত ভাবেই বলবে খেলবে না। এই শটে সে নিজেকে এবং দলকে সমানভাবে হতাশ করেছে, এতে কোনও সন্দেহ নেই।’

/কেআর/
সম্পর্কিত
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
স্বপ্নের সাদা জার্সিতে ২৫ বছর
দিন শেষে বাংলাদেশের চেয়ে ৪৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক