X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কার স্পিনে ঘায়েল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮

সকালে মাত্র ২.৪ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে ওয়েস্ট ইন্ডিজকে পঞ্চম দিনে ব্যাট করতে হতো ৯৩ ওভার। গল টেস্ট ড্র করার চেয়ে বরং ‍জয়ের পথটাই সহজ ছিল! কারণ লক্ষ্য ছিল ২৯৭ রানের। যদিও অত হিসাবে যাওয়াই লাগেনি। দুই স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণিতে সহজ জয় নিশ্চিত করেছে লঙ্কানরা। টানা দুই টেস্ট জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের পর্বও সম্পন্ন করেছে স্বাগতিকরা।

আজ (শুক্রবার) গলের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা পঞ্চম দিনের সকালে ৯ উইকেটে ৩৪৫ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ক্যারিবিয়ানদের লক্ষ্য ঠিক হয় ২৯৭ রান। কিন্তু ঘূর্ণি বলে খেই হারিয়ে ১৩২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০৪ রানের জবাবে ২৫৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দিনের শুরুতেই ক্রেগ ব্র্যাথওয়েটের উইকেট তুলে নেন রমেশ। মাঝের সেশনের এক ওভারে তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে দ্বিতীয়বার ৫ উইকেট পূরণ করেন। তার সঙ্গে এম্বুলদেনিয়াও ৫ উইকেট তুলে নিলে ৫৬ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে টানা দুই ম্যাচ জিতে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের শতভাগ রেকর্ড ধরে রাখলো দ্বীপ দেশটি।

শ্রীলঙ্কা ইনিংস ঘোষণার পর ব্র্যাথওয়েটকে (৬) দ্রুত হারালেও জার্মেইন ব্ল্যাকউড ও এনক্রুমা বনার মিলে শক্ত ভিত গড়েছিলেন। কিন্তু লাঞ্চ থেকে ঘুরে এসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ। ১৩ ওভারের মধ্যে শেষ ৮ উইকেট হারায় মাত্র ৪০ রান তুলতে। সর্বোচ্চ ৪৪ রান এসেছে বনারের ব্যাট থেকে। ব্ল্যাকউড করেন ৩৬ রান। শাই হোপ ১৬ ও শেষ দিকে কেমার রোচ করেন ১৩ রান।

প্রথম ইনিংসে ৭০ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন রমেশ। দ্বিতীয় ইনিংসে ৬৬ রান দিয়ে শিকার ৫ উইকেট। ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন এই স্পিনার। এম্বুলদেনিয়া ৩৫ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। এম্বুলদেনিয়া ৩৯ রান করে আউট হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করে তারা। তাই অপরাজিত থাকেন চতুর্থ দিনে দুর্দান্ত সেঞ্চুরি পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভা। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার ২৬২ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেছেন হার না মানা ১৫৫ রানের ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক