X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সোশাল মিডিয়া ব্যবহারে ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২২:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৫১

ক্রিকেটারদের সোশাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে সতর্ক হওয়ার কথা শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেটারদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

সিরিজ কিংবা টুর্নামেন্ট চলাকালীন ক্রিকেটার কিংবা ক্রিকেটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে বিস্তর আলোচনা। বিশেষ করে ফেসবুকের নানা খবর কিংবা ভুয়া খবরে অনেক ক্রিকেটারের মাথায় বাড়তি চাপ পড়ে। অনেকেই আবার মাঠের ক্রিকেট ছেড়ে বাইরের নানা কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে ওঠেন। যার প্রভাব পড়ে পারফরম্যান্সে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারের পর নানামুখী সমালোচনা গায়ে মেখে পরের ম্যাচগুলোতে চাপ নিতে দেখা গেছে ক্রিকেটারদের।

তাই সোশাল মিডিয়া ব্যবহারের বিষয়টি নিয়ে ভাবছেন পাপন। বিসিবি সভাপতির বক্তব্য, ‘আমি ওই লাইনে চিন্তা করি না। আমি বরং চিন্তা করছি কীভাবে খেলোয়াড়দের (সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে) প্রশিক্ষণ দেওয়া যায়। ওরা যেন খেলা চলাকালীন সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকে। খেলা চলাকালীন শুধু খেলায় মনোযোগী থাকে, সেটা চিন্তা করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পুরো দলকে নিয়েই সমালোচনায় মুখর হয়ে ওঠেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। সেইসব সমালোচনায় ক্রিকেটারদের বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘একটা সিরিজের জন্য ওদের নিয়ে যা বলা হয় এটা কি ঠিক? অকল্পনীয়। আমার বিশ্বাসই হয় না। এই যে বাবর আজম, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, আমাদের দেশে রান করেছে? তাই বলে ওর বিরুদ্ধে এরকম লেখা হয়? কেন আমাদের খেলোয়াড়দের বেলায় এমন হয়? এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কিন্তু মিডিয়া করে না। করে সোশাল মিডিয়া। খেলোয়াড়দের জন্য এটা বিরাট চাপ হয়ে দাঁড়াচ্ছে। এটা থেকে বের হতে হবে।’

পাপন আরও বলেছেন, ‘খেলোয়াড়দের বিরুদ্ধে বলার কোনও প্রশ্নই আসে না। যারা না বুঝে বলে সেটা এক জিনিস। কিছু লোক আছে সব জানে। তারপরও টিভিতে, টকশোতে যখন বলে, জেনেশুনে দেশের বিরুদ্ধে বলে।’

আরব আমিরাতের বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে বিসিবি প্রধান হতাশা প্রকাশ করেছেন। তার মতে, গত ৮ বছরে এমন বাজে পারফরম্যান্স দেখেননি, ‘আমি গত ৮ বছরে বাংলাদেশ দলের যত খেলা দেখেছি, এতো বাজে খেলা দেখিনি। হারা জেতা ব্যাপার না, ক্রিকেটে একটা দল হারবে একটা দল জিতবে। কিন্তু এমন বাজে পারফরম্যান্স আমি দেখিনি। নিশ্চয়ই কোনও সমস্যা আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন বুলবুল
বিসিবির নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
রজতজয়ন্তীর দিনে হোম অব ক্রিকেটে অনার্স বোর্ড
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক