X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত নারী দলের দুই ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৬:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করে গত ১ ডিসেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনাগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। সোমবার হুট করে জানা গেলো, দলের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত! দুজনের করোনা আক্রান্তের খবর বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। দুই নারী ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিরা আলাদা আলাদা রুমে কোয়ারেন্টিনে রয়েছেন। 

দেশে ফেরার পর নারী দলের সব ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বেশ কয়েকটি করোনা পরীক্ষা করানো হয়েছে। কোনও রিপোর্টেই করোনা পজিটিভ আসেনি। তবে আজ দুপুরে করা পরীক্ষায় ওই দুই জনের রিপোর্টের ফল পজিটিভ এসেছে। তাদের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফল পজিটিভ আসায় আবারও আক্রান্ত দুই ক্রিকেটারের নমুনা নেওয়া হয়েছে। রাতে ফল পাওয়া যাবে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয়েছে কয়েকটি দেশ ঘুরে। মূলত দক্ষিণ আফ্রিকান অঞ্চলে নতুন ওই ভ্যারিয়েন্টের কারণেই ঝামেলার মুখোমুখি হতে হয় পুরো দলকে। ওই অঞ্চলে যাতায়াতকারী বেশিরভাগ ফ্লাইটই স্থগিত করে দিয়েছে বিভিন্ন দেশ। যেহেতু বাছাই পর্ব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে। সে কারণে ফ্লাইট পেতেও বিলম্ব হয়েছে। তার পর দেশে ফিরেই মেয়েদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে। 

আজ সোমবার বেলা ১২টায় কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল নারী দলের। সেই হিসেব করে নারী দলের সঙ্গে সাক্ষাৎ করতে হোটেল সোনারগাঁওয়ে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ সংস্থাটির কয়েক কর্তা। কিন্তু তারা গিয়ে জানতে পারেন, কোয়ারেন্টিন শেষ হয়নি নারী দলের। উল্টো খবর পান দুজনের করোনায় আক্রান্ত হওয়ার। 

ওমিক্রনের আশঙ্কা থাকায় বিষয়টি আর বিসিবির হাতে নেই। স্বাস্থ্য অধিদফতর পুরো বিষয়টির দেখভাল করছে বলে জানান নারী দলের এক কর্মকর্তা, ‘দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের কাছে চলে গেছে, তারা এটা দেখভাল করবে। যাবতীয় সিদ্ধান্ত তারাই নেবে। ওমিক্রন কিনা, এটা নিশ্চিত হতে একটি বিশেষ টেস্ট করাতে হয়, সেটাও করানো হচ্ছে।’

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাই পর্ব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হলেও নতুন ভ্যারিয়েন্টের কারণে প্রতিযোগিতাটি মাঝপথেই বাতিল হয়েছে। তাতে বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে র‌্যাংকিং বিবেচনায়।

বাছাই পর্ব পেরুতে না পারায় বাংলাদেশ এর আগে কখনোই ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি। সবশেষ র‌্যাংকিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। আর গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র‌্যাংকিংয়ে থাকা সেরা ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট