X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আইসিসির মাস সেরার তালিকায় বাংলাদেশের নাহিদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:১২

চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই ধারাবাহিকতায় নভেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ মনোনয়ন পেয়েছেন নারী ক্রিকেট দলের ক্রিকেটার নাহিদা আক্তার। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ বোলিংয়ে এই তালিকায় নিজের নাম তুলেছেন বাংলাদেশের এই ক্রিকেটার।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।  নাহিদাকে মাসের সেরা নির্বাচিত করতে এই লিংকে https://www.icc-cricket.com/awards/player-of-the-month/womens-player-of-the-month গিয়ে ভোট দিতে হবে।

নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা। তিন ম্যাচে তার শিকার ছিল ১১ উইকেট। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচেই ২১ রানে ৫ উইকেট নিয়েছেন। যা তার ক্যারিয়ার সেরা সাফল্য। এছাড়া পাকিস্তানে বিপক্ষে ঐতিহাসিক জয়েও ভূমিকা ছিল তার। ২৫ রানে দুই উইকেট নিয়েছেন। সবমিলিয়ে নভেম্বর ৪ ম্যাচে ২.২২ গড়ে ১৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। 

নাহিদা ছাড়াও পাকিস্তানের আনাম আমিন এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ সংক্ষিপ্ত  তালিকাতে সুযোগ পেয়েছেন। এছাড়া পুরুষদের ক্যাটাগারিতে পাকিস্তানের আবিদ আলী চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৩৩ রান ও ৯১ রানের দুটি ইনিংস খেলে নভেম্বরের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডে টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও আছেন এই তালিকায়। 

প্রসঙ্গত, চলতি বছর এই পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রথম তিন মাসে জিতেছিল ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটে বাংলাদেশের তিন ক্রিকেটার মনোনয়ন পেলেও দু’জন মাত্র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব জিতেছেন। গত মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই খেতাব জেতেন মুশফিক। এরপর গত আগস্টে সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেতাব জেতেন। নাসুম আহমেদ অক্টোবরে মনোনয়ন পেলেও মাস সেরা হতে পারেননি। তবে এই প্রথম বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে কেউ মাস সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেলেন।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে