X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাকিবের জায়গায় ফজলে রাব্বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:১০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় এমিরেটসের বিমানে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। পারিবারিক কারণে আরও একবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। তার জায়গায় নেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলা ফজলে মাহমুদ রাব্বিকে।

এবারের জাতীয় লিগে ধারাবাহিক পারফর্ম করায় আবার নজরে আসেন ফজলে রাব্বি। ৬ ম্যাচে ১১ ইনিংসে রান করেছেন ৬০৩। ব্যাটিং গড় ৬০.৩০। এক সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন পাঁচ হাফসেঞ্চুরি। যদিও ২০১৮ সালেও সাকিবের বদলে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজের দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারায় তার ওপর থেকে আস্থা হারায় টিম ম্যানেজমেন্ট।

ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেও লংগার ভার্সন ক্রিকেটেই ফজলে রাব্বির ক্যারিয়ার ভালো। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১৫৮ ইনিংসে  ৩৪.৭৫ গড়ে ১০ সেঞ্চুরি ও ২৮ হাফসেঞ্চুরিতে ৫ হাজার ৩৫৩ রান করেছেন। সর্বোচ্চ ১৯৫। এছাড়া বল হাতে নিয়েছেন ৩২ উইকেট। ওয়ানডের শুরুতে ভালো করতে পারেননি, এবার টেস্টে সাকিবের বদলে আরেকবার সুযোগ পাওয়া ফজলে রাব্বি নিজেকে প্রমাণের অপেক্ষায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বার নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। এ বছরের ফেব্রুয়ারি-মার্চের সফরে সীমিত ওভারের সিরিজ খেলেছিল। সেবার তিন ওয়ানডের পাশাপাশি ছিল তিন টি-টোয়েন্টি। এবারের সফরে শুধু দুটি টেস্ট খেলতে যাচ্ছে মুমিনুল হকের নেতৃত্বে।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। সঙ্গে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই। এর মধ্যে আবার সাকিব সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
দেশের পরিস্থিতি বিবেচনায় সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর
সিনেমা করেও ক্রিকেটার সাকিবের অস্বীকার, বিপাকে নির্মাতা!
সিপিএলে দল পেলেন সাকিব
সর্বশেষ খবর
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অধিনায়ক!
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
বিসিসিআইর গাইডলাইন অমান্য করেও শাস্তি পেলেন না জাদেজা
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
রাশিয়ার কাছে প্রথম স্বীকৃতি পেলো তালেবান
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল