X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
কমনওয়েলথ গেমস

জাহানারাকে বাদ দিয়ে বাছাই পর্বের স্কোয়াড ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ২২:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২:৪৪

ইংল্যান্ডের বার্মিংহামে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। এতে খেলার যোগ্যতা অর্জন করতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পেরোতে হবে বাছাই পর্ব। এজন্য শুক্রবার (৭ জানুয়ারি) রাতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে নিগার ‍সুলতানা জ্যোতিকে। তবে মূল স্কোয়াডে নেই দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা জাহানারা আলম। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই।

স্কোয়াড নিয়ে বাংলাদেশ নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘কমনওয়েলথ গেমসে প্রতিযোগিতার জন্য ঘোষিত দলে ভারসাম্য রয়েছে। নির্দিষ্ট কিছু মানদণ্ড অনুযায়ী খেলোয়াড় বাছাই করা হয়েছে। আমি মনে করি, উদীয়মান প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য বাছাই পর্ব একটি ভালো মঞ্চ। কারণ, আমাদের ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করতে হবে।’

আগামী ৯ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাবে মেয়েরা। একসপ্তাহের কোয়ারেন্টিন শেষে ১৬ জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবে তারা। ১৭ জানুয়ারি স্বাগতিকদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ শেষে মূল মঞ্চে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাছাই পর্বে ১৮ জানুয়ারি কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। এর পরদিন মালয়েশিয়ার মুখোমুখি হবে মেয়েরা। ২৩ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বাছাই পর্বে তাদের শেষ ম্যাচ। সব ঠিক থাকলে ২৫ জানুয়ারি মালয়েশিয়া ছাড়বে মেয়েরা।

বাছাই পর্বে অংশ নেবে সাত দল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিং থেকে বাকি সাত দল আগেই নিশ্চিত করেছে অংশগ্রহণ। চূড়ান্ত হয়েছে গ্রুপিং। ‘এ’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে বাছাই পর্ব থেকে আসা একটি দল।

বাংলাদেশ মূল স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মোর্শেদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন।

স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নূজহাত তাসনিয়া, খাদিজা তুল কুবরা।

/আরআই/জেএইচ/
সম্পর্কিত
নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর
নারী ইমার্জিং ওয়ানডে সিরিজদক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি