X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-গেইলদের ব্যাটিং নিয়ে চিন্তিত সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২২, ২৩:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২৩:১৪

উদ্বোধনী ম্যাচে ১২৫ রান তাড়া করতে নেমে কঠিন পরীক্ষায় পড়েছিল ফরচুন বরিশাল। প্রথম ম্যাচ কোনোরকমে জিতলেও সোমবার মিনিস্টার ঢাকার বিপক্ষে হার এড়াতে পারেনি সাকিব আল হাসানরা। সাকিব-গেইল-ব্রাভো-শান্ত-হৃদয়দের নিয়ে বরিশাল মাত্র ১২৯ রান করতে পেরেছে। টানা দুই ম্যাচে ব্যাটারদের এমন অবস্থা দেখে চিন্তিত বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন।

সোমবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালের টপ অর্ডারের কেউই রান পাননি। মিডল অর্ডারে খেলা গেইল (৩৬) ও ডোয়াইন ব্রাভোর (৩৩) ব্যাটে কোনোমতে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। কিন্তু এই রান মোটেও যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে বরিশালের প্রধান কোচ সুজন বলেছেন, ‘সত্যি কথা বলতে জিততে গেলে যতটা রান দরকার, আমরা সেটা করতে পারিনি। এই ফরম্যাটে টপ অর্ডার থেকে রান না হলে বড় স্কোর করা খুব কঠিন হয়ে যায়। যখন উইকেট পড়ে যায়, তখন ওই শটস খেলার স্বাধীনতা থাকে না। আমার মনে হয়, উইকেট রান করার জন্য যথেষ্ট ভালো ছিল। আমাদের ব্যাটাররা ভালো বাস্তবায়ন করতে পারেনি।’

ঠিক কী কারণে পারছে না দলের টপ অর্ডার, এমন প্রশ্নে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। প্রতিপক্ষ এমন কোনও ভালো বোলিং করেনি যে আমাদের উইকেট চলে যাবে। বেশিরভাগই গিফটেড, ভেরি সফট ডিসমিসাল। টপ অর্ডারে আরও একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করার প্রয়োজন ছিল। দুই ম্যাচ হারের পর ওদেরও (মিনিস্টার ঢাকা) দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।’

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের ব্যাটাররা নিজেদের ভুলগুলো শুধরে মাঠে নামতে পারবে বলে মনে করেন বরিশাল কোচ, ‘আমি মনে করি, এটা আমাদের ক্রিকেট নয়, আমরা এর চেয়ে ভালো দল। ব্যাটিংয়ে আমি মনে করি না এখনও আমরা সেরাটা দিয়েছি। এক ম্যাচে আমরা ১২৫ রান চেজ করেছি, সেটাও আমাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। আমাদের ব্যাটিংয়ের ৬০ ভাগও দিতে পারিনি। কুমিল্লার সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, সেখানে ভালো ব্যাটিং করতে হবে।’

অল্প সময়ে কীভাবে ভুলগুলো শুধরানো সম্ভব, এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘কঠিন আবার কঠিনও না। আমরা তো জানি আমাদের ভুলগুলো কী। টপ অর্ডারে আমরা এখনও বড় রান পাইনি। প্রথম তিন পজিশন থেকে ৭০/৮০ রান আসুক। তাহলে কিন্তু ম্যাচটা সহজ হয়ে যায়। এটা ছেলেরা বুঝেছে, আমরা ভালো করিনি। সময় যদিও নেই, কালকে সন্ধ্যায় আমাদের খেলা। আমি বিশ্বাস করি যে আমাদের যেমন দল, তাতে করে বাউন্স ব্যাক করা কঠিন হবে না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!