X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আবারও বিশ্বমঞ্চে ভারতের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ১৩:৫৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪:০৪

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ মুখোমুখিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর আরেকটি বিশ্বকাপ, আরেকবার ভারতের সামনে লাল-সবুজ জার্সিধারীরা। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি গত আসরের দুই ফাইনালিস্ট। স্বাভাবিকভাবেই ভীষণ উত্তাপ ছড়াচ্ছে এই লড়াই। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২ চ্যানেলে।

‘ভারতকে হারানো কঠিন কাজ, তবে অসম্ভব নয়’- বাংলাদেশ ক্যাম্প থেকে এমনটাই বলা হচ্ছে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে। হেরেছে একটিতে। ওই হারটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। বিশেষ করে, যুবাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। মাত্র ৯৭ রানে অলআউট হয় রাকিবুল হাসানরা। ইংলিশরা জিতেছিল ৭ উইকেটে। প্রথমটি হারলেও পরের দুই ম্যাচ হেসেখেলেই জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।

এবার কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন করবে, সেটিই দেখার। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা বলছে না যদিও। যুব ক্রিকেটে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ২৪ ম্যাচে। সেখানে ভারতের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র ৪টিতে! একটিতে ফল আসেনি।

ভারতের বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে পাত্তাই পায়নি বাংলাদেশ। ‍যুব এশিয়া কাপের সেমিফাইনালে স্রেফ উড়ে যায় রাকিবুলবাহিনী। শারজাতে ব্যাটিং ব্যর্থতায় ১০৩ রানে ম্যাচ হারে যুবারা। এই পরিসংখ্যান হয়তো রাকিবুলদের পক্ষে কথা বলছে না, তবে লড়াইটি যখন বিশ্বকাপ মঞ্চে, তখন গত আসরের সুখস্মৃতি নিশ্চয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশ ক্যাম্পে।

ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিয়ে অধিনায়ক রাকিবুল বলেছেন, ‘আমরা ওদের (ভারত) সঙ্গে ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলবো। যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারি। ওদের সঙ্গে আমাদের আগেও খেলা হয়েছে কিছু ম্যাচ। এশিয়া কাপের সেমিফাইনাল ও তার আগে একটা সিরিজ খেলেছি ভারতে গিয়ে। তাই তাদের শক্তিমত্তা, দুর্বলতা সম্পর্কে আমাদের জানা আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া