X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
আইপিএল

চেন্নাইকে হারিয়ে সেরা দুই নিশ্চিত গুজরাটের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২, ২২:০৭আপডেট : ১৫ মে ২০২২, ২২:১০

আইপিএলের নতুন দল। তাছাড়া স্কোয়াডও ভারসাম্য মনে হয়নি ক্রিকেট বিশ্লেষকদের। ফলে গুজরাট টাইটানসকে নিয়ে বাজি ধরার লোকের সংখ্যা ছিল সামান্য। অথচ আগেই প্লে অফ নিশ্চিত করা এই দলটি এবার সবার আগে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করলো।

আজ (রবিবার) আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে ৭ উইকেটে। জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি গুজরাটের। চেন্নাইয়ের বাজে ব্যাটিংয়ে পর মাত্র ৫ বল আগে জয় নিশ্চিত করলেও আসলে সহজেই পথ পাড়ি দিয়েছে তারা। রুতুরাজ গাইকোয়াড়ের ৫৩ রানে ভর করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৩ রান। এই রান ঋদ্ধিমান সাহার হার না মানা ৬৭ রানে মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় গুজরাট।

এই জয়ে ১৩ খেলায় ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সুংসহত করেছে হার্দিক পান্ডিয়ারা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের সেরা দুই নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে ১৩ ম্যাচে নবম হারে ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে চেন্নাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‍গুজরাটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা। রুতুরাজ ৫৩ রান করলেও খেলেছেন ৪৯ বল। ৪ বাউন্ডারির সঙ্গে এক ছক্কার মার ছিল ইনিংসটিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন নারায়ণ জগাদিশান। অপরাজিত এই ইনিংসটি খেলতে তার লেগেছে ৩৩ বল। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৭ রান।

গুজরাট পেসার মোহাম্মদ সামি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন রশিদ খান, আজারি জোসেফ ও রবিশ্রীনিবাসন।

১৩৪ রানের লক্ষ্যে ঋদ্ধিমানের অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ জয় আসে গুজরাটের। ম্যাচসেরার পুরস্কার জেতা এই উইকেটকিপার ব্যাটার ৫৭ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন হার না মানা ৬৭ রানের ইনিংস। ১৫ রানে অপরাজিত থেকে তার সঙ্গে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার। ওপেনার শুবমান গিল ১৮ ও ম্যাথু ওয়েড করেন ২০ রান। অধিনায়ক হার্দিক আউট হন ৭ রানে।

চেন্নাইয়ের মাথিশা পাথিরানা ৩.১ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর মঈন আলীর শিকার ১ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ