পঞ্চম দিন দারুণভাবে শুরু করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়িয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সফরকারীদের স্কোর ৩০ ওভারে ২ উইকেটে ১০৬ রান। তাতে লিড নিয়েছে ৩৮ রানের। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪৬৫ রান।
চতুর্থ দিনের ২ উইকেটে ৩৯ রান নিয়ে শেষ দিন শুরু করে শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে তারা পিছিয়ে ছিল তখন ২৯ রানে। পঞ্চম দিন লঙ্কানরা শুরু করে ভিন্ন পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলে রান বাড়িয়ে নেওয়ার দিকে তাদের মনোযোগ। বিশেষ করে কুশল মেন্ডিস, টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। সিঙ্গেলসের চেয়ে বাউন্ডারিতে জোর দেন। তাতে দ্রুতই ১০০ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর।
মেন্ডিসকে ফেরানোর সুযোগ অবশ্য তৈরি হয়েছিল বাংলাদেশের। তাইজুল ইসলামের ঘূর্ণি তার ব্যাটের কানায় লাগে। কিন্তু বল উইকেটকিপার ও প্রথম স্লিপের মাঝখান দিয়ে চলে যায়। আরেকবার দিমুথ করুণারত্নের ব্যাট ছুঁয়ে যাওয়া বল উইকেটকিপার লিটন দাস গ্লাভসে নেওয়ার আগেই মাটিতে পড়ে।