X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ০০:১৮আপডেট : ২০ জুন ২০২২, ০০:১৮

ব্যাটিংয়ে দীর্ঘদিন ধরেই ভালো করছে না বাংলাদেশ দল। বিশেষ করে লাল বলের ক্রিকেটে হতশ্রী ব্যাটিংয়ের প্রদর্শনী হচ্ছে ম্যাচের পর ম্যাচ। বিদেশি কোচিং স্টাফদের পাশাপাশি অনেকেই ব্যক্তিগত কোচের শরণাপন্ন হয়েছেন। কিন্তু সেই একই গল্প, মুমিনুল-শান্তরা ব্যর্থতার গ্লানি থেকে বেরিয়ে আসতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ৭ উইকেটে হেরে সাকিব আল হাসান জানালেন, টেকনিকেও সমস্যা আছে। পরে বিস্তারিত জানতে চাইলে সাকিব জানান তিনি কোচ নন, অধিনায়ক।

অ্যান্টিগায় হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেন, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে, ক্রিজে থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’

অভিজ্ঞ সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল টেকনিকে কার কোথায় সমস্যা? এমন প্রশ্নে অধিনায়ক সাকিব কোচের ভূমিকাতে যেতে চাইলেন না, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় বেটার। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করবো। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’

ফর্মে ফিরতে যার যার সমস্যা তাকেই সেটা কাটিয়ে উঠতে হবে বলে মনে করেন সাকিব, ‘এটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব। এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারবে।’

/আরআই/জেজে/
সম্পর্কিত
এক বছর পর বাংলাদেশে আসবে ভারত
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই