X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্রাজিলিয়ানের জোড়ায় আবাহনীর হাসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৮:৩৫আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:৫১

দুইবার এগিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনী জয়ের হাসি হাসতে পারেনি। আবাহনী লিমিটেড পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে। ১০ জনের চট্টগ্রাম আবাহনীকে চাপে রেখে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তনের জোড়ায় মারিও লেমসের দল ৩-২ গোলে চট্টগ্রামের দলকে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে।

আজ (মঙ্গলবার) প্রিমিয়ার ফুটবল লিগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বন্দরনগরীর দলটির ওপর আধিপত্য রেখে খেলেছে কলিনদ্রেস-অগাস্তোরা। শুরু থেকে আক্রমণ হেনেও গোলমুখ খুলতে পারছিল না ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমণ মুখ থুবড়ে পড়ছিল।

ম্যাচ ঘড়ির ১৪ মিনিটে রাকিবের ক্রস বক্সের ঠিক বাইরে রিসিভ করে ডান পায়ে শট নিয়েছিলেন কলিনদ্রেস। পোস্টের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সমর্থকদের।

দুই মিনিট পর বাঁ দিক থেকে কলিনদ্রেসের ক্রসে দোরিয়েল্তনের দূরের পোস্টে হেড দারুণ ক্ষীপ্রতায় শেষ মুহূর্তে রুখে দিয়ে চট্টগ্রাম আবাহনীর ত্রাতা গোলরক্ষক সাইফুল ইসলাম।

অনেকটা ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৩২ মিনিটে নিখুঁত ফ্রি কিকে আবাহনী কিপার শহিদুল আলম সোহেলকে পরাস্ত করেন আফগান ডিফেন্ডার অমিত পোপেলজাই। তার ডান পায়ের ফ্রি কিক ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি সোহেল।

এক গোলে পিছিয়ে পড়ে আবাহনী শোধ দেওয়ার চেষ্টা করতে থাকে।৩৩ মিনিটে কলিনদ্রেসের ক্রসে দোরিয়েল্তনের হেড পোস্টের ওপর দিয়ে যায়। তবে মিনিট খানেক পর ঠিকই ম্যাচে সমতায় ফেরে আকাশি-নীল জার্সিধারিরা। ৩৪ মিনিটে কলিনদ্রেসের ক্রসে দোরিয়েল্তন অসাধারণ হেডে আবাহনীকে সমতায় ফেরান।

বিরতির ৭ মিনিট আগে আবাহনী আবারও পিছিয়ে পড়ে। ৩৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে পেনাল্টি উপহার দেন মেহেদী হাসান রয়েল। বক্সের ভেতর ক্যান্ডি অগাস্টিনকে ফাউল করেন এই ফরোয়ার্ড। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে চট্টগ্রাম আবাহনীকে লিড এনে দেন পিটার থ্যাঙ্কগড। এটি লিগে তার ১৮তম গোল।

ড্রেসিংরুমে থেকে ফিরে আবাহনীপ অব্যাহত রাখে। ৪৭ মিনিটে কলিনদ্রেসের বাঁকানো ফ্রি কিক সাইড পোস্টে লেগে ফিরে আসে। মিলাদ শেখ পা ছোঁয়াতে পারলে হয়তো গোল হয়ে যেতে পারতো। ৫৬ মিনিটে ক্যান্ডি অগাস্টিন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চট্টগ্রাম আবাহনী ১০ জনের দলে পরিণত হয়।

৬৫ মিনিটে র‌য়েলের ক্রসে গোলমুখ থেকে পা ছোঁয়াতে ব্যর্থ ইমন বাবু। তবে ৭০ মিনিটে আবাহনী ম্যাচে ফেরে আরেকটি দোরিয়েল্তন-কলিনদ্রেস রসায়নে। কলিনদ্রেসের কর্নারে ব্রাজিলিয়ান ‘নাম্বার নাইন’ হেড করে স্কোরলাইন ২-২ করেন।

৭৭ মিনিটে আবাহনী লিমিটেড জয়সূচক গোলটি পায়। বাঁ দিক থেকে নুরুল নাইম ফয়সালের একটা নির্বিষ ক্রস সাখাওয়াত হোসেন রনির মাথা ছুঁয়ে দিক পরিবর্তন করে দূরের পোস্টে জড়ালে কিছুটা অপ্রত্যাশিত গোল পায় আবাহনী।  এই গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে  ছয়বারের চ্যাম্পিয়নরা।

১৭ ম্যাচে ১১ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী পঞ্চম হারে আগের ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও কিংসের চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল