X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

এনামুলের ব্যাটে আশার আলো দেখছেন ডমিঙ্গো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২২, ১৪:২৮আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৪:২৮

২০১৫ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এনামুল হক। এরপর বাংলাদেশ ৭৯ ম্যাচ খেললেও এনামুল ছিলেন বিবেচনার বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছে তার প্রত্যাবর্তন। শনিবার রাতে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০ বলে ১৬ রান করে আউট হন এই ব্যাটার।  

ওবেড ম্যাকয়ের বলে এলবিডব্লিউ হয়ে আউট হলেও এনামুলের ব্যাটিংয়ে আশার আলো দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ডোমিনিকোয় প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর ডমিঙ্গো বলেছেন, ‘সে (এনামুল) টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছে। বেশ পরিশ্রম করেই ফিরেছে। তার উপস্থিতি ভালো লাগছে। রান করতে মুখিয়ে আছে। ফিল্ডার হিসেবেও দারুণ। এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের নামের পাশে দারুণ ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে সে আবার ফিরেছে। শক্তিশালী দলে এমন কাউকে প্রয়োজন। তবে তাকে রান করতে হবে। শুরু পেয়েছে বেশ কিছু ইনিংসে। সেগুলোকে বড় করতে হবে।’

প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজেই (রবিবার) আবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তবে তার আগে সেই ব্যাটিং নিয়েই দুচিন্তা বাংলাদেশের। ভালো শুরুর পর মাত্র ২১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। ডমিঙ্গো ভুল না ধরে ব্যাটারদের পাশেই আছেন, ‘আমাদের কিছু ছেলে বেশ কয়েক সপ্তাহ খেলায় ছিল না। আফিফ, মাহমুদউল্লাহ- ওরা ভালোমতো অনুশীলনের সুযোগ পায়নি। মাহমুদউল্লাহ তো আমার মনে হয় ওর সর্বশেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকায়।’

যদিও দ্বিতীয় ম্যাচে ভুল শুধরে ভালো কিছুর প্রত্যাশা প্রধান কোচের, ‘সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও এই সংস্করণে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবু দেখে ভালো লাগছে যে সে ফর্মে আছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
কুড়িগ্রামের তিন উপজেলায় ৪৫ শতাংশ ভোট পড়েছে
নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার
নতুন কোয়ালিটি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি৬৫, বুকিংয়েই নানা অফার
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ