X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২২, ১২:১৪আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২:১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হেরেছে শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে গলের দ্বিতীয় ও শেষ টেস্টে নামার প্রস্তুতি চলছে স্বাগতিকদের। তবে ম্যাচের আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে লঙ্কানরা। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও তিন ক্রিকেটার- ধনাঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্ডো ও জেফরি ভ্যান্ডারসে। বলার অপেক্ষা রাখে না আগামীকাল (শুক্রবার) শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন এই তিন ক্রিকেটার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, এই তিন ক্রিকেটার অসুস্থ বোধ করায় শ্রীলঙ্কা দলের সবার কোভিড পরীক্ষা হয়। সেখানে বড় দুঃসংবাদই শুনেছে স্বাগতিকরা। ম্যাচের আগে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন ধনাঞ্জয়া, আসিথা ও ভ্যান্ডারসে। এ নিয়ে শ্রীলঙ্কার পাঁচ ক্রিকেটার করোনা পজিটিভ হলেন। এর আগে প্রথম টেস্ট চলাকালীন আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর দিনকয়েক আগে পজিটিভ হয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা।

যদিও আইসোলেশন পিরিয়ড শেষ করে দ্বিতীয় টেস্ট খেলার ছাড়পত্র পেয়েছেন ম্যাথুজ। প্রথম টেস্টে তার বদলি হিসেবে খেলা ওশাডা ফার্নান্ডো এবার ধনাঞ্জয়ার জায়গা খেলবেন দ্বিতীয় টেস্ট। যদিও ধনাঞ্জয়ার স্পিন নিশ্চিতভাবই মিস করতে যাচ্ছে লঙ্কানরা।

স্পিন আক্রমণে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে স্বাগতিকদের। লাসিথ এম্বুলদেনিয়া এমনিতেই নেই। ফলে টেস্ট অভিষেক হতে পারে মাহিশ থিকশানা ও দুনিথ ভেল্লালাগের। আর কাসুন রাজিথা বদলি হতে পারেন আসিথার। এর আগেই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ দিয়েছেন অফ স্পিনার লাকশিতা মানাসিংহে ও বাঁহাতি প্রবাথ জয়াসুরিয়া। আর বৃহস্পতিবার যোগ দিয়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাকান।

গলে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া দল একই হোটেলে রয়েছে। স্বাগতিক দলে করোনা ছড়িয়ে পড়লেও অস্ট্রেলিয়া ক্যাম্পে এখনও কেউ আক্রান্ত হননি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ