X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টির শঙ্কার মাঝে সিরিজ বাঁচানোর আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৬:২৩আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৭:০২

টানা হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ দল। ব্যাটারদের ব্যর্থতায় জয়ের পথ খুঁজে পাচ্ছে না মাহমুদউল্লাহরা। গায়ানাতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে সফরকারীরা। তবে কেবল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই নয়, বাংলাদেশের প্রতিপক্ষ বৃষ্টিও! বাংলাদেশ দল গায়ানাতে পা রাখার আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছে সেখানে। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সফরকারীদের লক্ষ্য সমতায় শেষ করা। মাহমুদউল্লাহ জানিয়েছেন, শেষ ম্যাচটিতে তারা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। বাংলাদেশের বাঁচা-মরার এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

গায়ানাতে জিততে হলে ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘টি-টোয়েন্টি খেলাটাই এরকম। অনেক সময় ওপেনাররা ভালো শুরুর পরও মিডল অর্ডার সেটা টেনে নিয়ে যেতে নাও পারে। তারপরও কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে সাকিব যে রকম একটা ইনিংস খেললো, আমরা ১৬০-এর কাছাকাছি চলে গিয়েছিলাম। এরকম একজনকে করতে হবে। সঙ্গে কয়েকজনকে ১৫-২০-৩০ রানের ক্যামিও ইনিংস খেলতে হবে।’

গায়ানায় বৃষ্টি পিছু ছাড়েনি। আবহাওয়া বার্তায় আজ সারাদিনই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচের মতো এটিরও ভেসে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। যদিও মাহমুদউল্লাহ এত কিছু ভাবছেন না, ‘বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমতো নেওয়ার চেষ্টা করবো। আমরা ইতিবাচকভাবে চিন্তা করবো যে ম্যাচটা পুরোপুরি হবে। না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। আমরা ইতিবাচক থাকবো। আমরা পুরো ম্যাচ খেলবো ইনশাআল্লাহ।’

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও একই পরিণতি বাংলাদেশ দলের। প্রথম টি-টোয়েন্টি ১৩ ওভার ব্যাটিংয়ের পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে এক সাকিব ছাড়া কারও ব্যাটেই রানের দেখা পাওয়া যায়নি। যার ফলে ৩৫ রানে হার মানতে হয় সফরকারীদের। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটাররা কী করেন, সেটাই এখন দেখার।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন হতে পারে। ফিরতে পারেন মুনিম শাহরিয়ার। তিনি ব্যাক ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। এছাড়া এক পেসার কম নিয়ে নামতে পারে বাংলাদেশ। একাদশে ফিরতে পারেন নাসুম আহমেদ। গায়ানার পিচ কিছুটা স্লো হওয়াতে এমন সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
ভুল শুধরে সফল অঙ্কন, জিতেছে মোহামেডান
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়