X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কেন কথা রাখলেন না তামিম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২২, ১৪:৪০আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৪:৪০

দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৯ উইকেটে উড়িয়ে দিয়ে অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন, শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করবেন। কিন্তু সেটি হয়নি। উল্টো কন্ডিশনের সঙ্গে মিলিয়ে একজন বাঁহাতি স্পিনার বাড়িয়ে শক্তি বাড়িয়েছেন তিনি। জয়ের জন্য টিম ম্যানেজমেন্টেরের এই পরিকল্পনা যে সফল, সেটি ২৭ মাস পর সুযোগ পাওয়া তাইজুল ইসলামের সাফল্য দেখেই বোঝা যায়। কিন্তু তামিম যে প্রসেসের কথা শুনিয়েছিলেন, সেখানে গলদ ঠিকই থেকে গেলো। ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর অবশ্য কথা না রাখার কারণ ব্যাখ্যা করেছেন ওয়ানডে অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আমি যখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, তখন তারা মনে করেছে যে, আমাদের পূর্ণ শক্তি নিয়ে যেতে হবে। আমাদের একটা পরিবর্তন করার দরকার ছিল কারণ, অনেকটা আগের মতো একইরকম উইকেট। তখন আমাদের একজন পেস বোলার কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম, আমার অবশ্যই সেটাই ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, আমি সেটাতেও সন্তুষ্ট।’

যদিও তামিম বলছেন, এবার না পারলেও ভবিষ্যতে এই সংস্কৃতি দ্রুতই তৈরি করবেন, ‘আমার কাছে মনে হয়েছে, সামনে এইরকম বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই হবে। না হলে আমি কীভাবে বুঝতাম তাইজুলের এমন কোয়ালিটি আছে বা মোসাদ্দেকের বোলিং কোয়ালিটি আছে? তো সামনে কোনও না কোনও সময় আপনার বেঞ্চের শক্তি পরীক্ষা করতেই হবে। একসঙ্গে আপনি পাঁচজনকে পরিবর্তন করবেন না, কিন্তু একজন-দুইজন করে যদি পরিবর্তন করা যায় সেটা বেটার।’

বড় দেশগুলোর তুলনা টেনে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আপনি যদি দেখেন বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলো তাই করে। তারা সিরিজ জেতার পর পরিবর্তন আনে। আমাদের কিন্তু তাই করতে হবে। আমাদের একটু সাহস দেখিয়ে জিনিসগুলো করতে হবে। এটাও বুঝতে হবে এর আগে আমরা করিনি। তবে আমি নিশ্চিত আপনারা ভবিষ্যতে এগুলো দেখবেন।’

দ্বিতীয় ম্যাচ শেষে তামিম ইকবাল স্পষ্ট করে বলেছিলেন, রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের পরখ করবেন। প্রয়োজন হলে কাউকে সুযোগ দিতে নিজেও সরে যাবেন। সেই প্রসঙ্গে ওয়ানডে অধিনায়কের বক্তব্য ছিল, ‘আমার কাছে মনে হয়, এখন সময় এসেছে বেঞ্চের শক্তি পরীক্ষা করার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু এখন এরকম একটা সিরিজে যখন ২-০তে জিতে যান, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এর জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে।’

শেষ ম্যাচের আগের দিন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো উল্টো সুরে কথা বলেন, ‘সিদ্ধান্তটা জটিল (বেঞ্চ পরীক্ষা হবে কিনা)। সত্যি বলতে, আমি বিজয়কে খেলতে দেখতে চাই। কিন্তু তাকে নিলে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান লাইনআপে চলে আসে। আমি অনুভব করছি, আমাদের প্রতিপক্ষের বোলিং লাইনআপ বিবেচনায় একজন বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। এজন্য ব্যাটিং লাইনআপে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখি না। আমি যতটা সম্ভব ব্যাটিং লাইনআপে বাঁহাতি ব্যাটসম্যানকে রাখার পক্ষে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান