X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

সাকিবের ‘ভাগ্য’ নির্ধারণ আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২২, ১২:৪৯আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৫:২০

মধ্যরাতে চুপিসারে দেশে ফেরা সাকিব আল হাসানের ‘ভাগ্য’ নির্ধারণ হবে আজ (শনিবার)। বেটউইনারের সঙ্গে বাঁহাতি এই অলরাউন্ডার চুক্তি বাতিল করায় এশিয়া কাপ খেলতে বাধা নেই। তবে বিতর্কিত একটি ইস্যুর পর সাকিবের কাঁধে অধিনায়কত্ব তুলে দেওয়া হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। সেই সংশয় দূর করতেই আজ গুলশানে নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেছে বিসিবির কর্তাব্যক্তিরা। ওই আলোচনার পর চূড়ান্ত হবে টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব না অন্য কেউ!

বেটিং প্রতিষ্ঠানের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম বেটউইনার নিউজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জল অনেক দূর গড়িয়েছেন সাকিব। ২ আগস্ট চুক্তিবদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার জানান, চুক্তি বাতিল করবেন তিনি। যদিও ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় সাকিব প্রতিষ্ঠানটির প্রচারণা থেকে সরে আসেননি। অবশেষে শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলেন বাঁহাতি এই অলরাউন্ডার। এদিন মধ্যরাতে সবার চোখ ফাঁকি দিয়ে দেশে ফেরা সাকিবের আজ গুলশানে বোর্ড প্রধান পাপনের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে বিকালে বিস্তারিত সব জানানোর কথা বিসিবির।

এই বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে টি-টোয়েন্টির অধিনায়ক কে হচ্ছেন? এশিয়া কাপের দলও ঘোষণা হতে পারে আজই। বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করলেও সেই চুক্তির পার্শ্বপ্রতিক্রিয়ায় তাকে পুনরায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করা ঠিক হবে কিনা, সেটি নিয়ে দ্বিধায় রয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নুরুল হাসান সোহান ও লিটন দাস ইনজুরিতে ছিটকে গেছেন। এদিকে মাঠের পারফরম্যান্স ভালো নয় মাহমুদউল্লাহর। তাই সিনিয়র হিসেবে সাকিবই ভরসা। কিন্তু বেটিং সাইটের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি বারবার বিসিবিকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার কারণে সংস্থাটির একাংশ সাকিবের ওপর আস্থা রাখতে পারছে না। এই কারণে দ্বিতীয় বিকল্প মাহমুদউল্লাহকে নিয়েও আলোচনা হতে পারে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হতে আগ্রহী মালান  
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
শেষ দুই টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ
সর্বশেষ খবর
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
কোপা আমেরিকায় ব্রাজিলের বিস্ময় জাগানিয়া দল
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
দেহরক্ষীদের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা 
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র