X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নের নায়ক সাকিবের সঙ্গে দেখা...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ১৮:১১আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৯:০৩

নাম নাঈম শেখ। কিন্তু সাকিবের ভীষণ ভক্ত এই ছেলেটি নিজের নামই পাল্টে রেখেছে সাকিব আল হাসান! গত কয়েক মাস শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নাঈমকে। কিন্তু সুযোগ মিলছিল না প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা করার। দুই দিন আগে স্টেডিয়ামে ঢোকার সুযোগ পেলেও পায়নি সাকিবের দেখা। তবে আজ (মঙ্গলবার) স্বপ্নের ক্রিকেটারের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছে নাঈম।

প্রিয় ক্রিকেটারের দেখা পাবে- এই ভাবনাতে গত কয়েক মাস ধরে প্রতিদিন অপেক্ষার ছিল ক্লাস ওয়ানে পড়া ছেলেটি। অপেক্ষাটা খুব বেশি দীর্ঘ হয়নি। স্বপ্নের নায়ককে কাছেই শুধু পায়নি, সাকিবের ভালোবাসায়ও সিক্ত হয়েছে খুদে ‘সাকিব’। সাকিব ইনডোরে স্পিন বোলারদের বিপক্ষে অনুশীলন করছিলেন, সেখানে গিয়ে এক ওভার বোলিংও করেছে নাঈম। শুধু তা-ই নয়, সাকিবের কাছ থেকে ব্যাট-জুতা-জার্সি আদায় করে নেয় সে।

প্রেসবক্স প্রান্তের গ্যালারিতে দাঁড়িয়ে সাকিবের ব্যাটিং দেখছিল খুদে ‘সাকিব’। বিষয়টি নজরে আসতেই ভক্তকে ডেকে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠ হয়ে একাডেমিতে যেতে যেতেই সাকিবের কাছে বোলিং করার আবদার করে নাঈম। তাতে সাড়া দিয়ে নাঈমের বিপক্ষে পুরো এক ওভার ব্যাটিং করেছেন সাকিব। এরপর সাকিব যখন অনুশীলনে মত্ত, তখন নেট বোলারদের সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে নাঈমকে। চঞ্চল স্বভাবের এই ছেলেটির কাছে সাকিবের কীর্তি অনন্য। নিজেও স্বপ্ন দেখে সাকিব আল হাসানের মতো বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা।

সাকিবকে নেটে বোলিংও করেছে নাঈম নাঈমের বাবা রিক্সা চালক, মা অন্যের বাসায় কাজ করে, কোনোরকমে সংসার চলে তাদের। জীবন যুদ্ধে টিকে থাকাই যেখানে কঠিন, সেখানে ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখাটাও বাড়াবাড়ি। ছেলে ব্যাট বল চাইলেও বাবা স্পষ্ট করেই বলে দিয়েছেন, ‘টাকা নেই’। ছেলে বাবার কষ্ট বোঝে। তাই সিদ্ধান্ত নিয়েছে একটু বড় হলে রিক্সা চালিয়ে টাকা জমিয়ে ব্যাট-বল কিনবে। কিন্তু নাঈমকে সেই কষ্ট আর করতে হচ্ছে না, বাংলাদেশের সফল ক্রিকেটার সাকিব নিজেই তার তাকে ব্যাট-জার্সি-জুতা কিনে দিচ্ছেন। আজ (মঙ্গলবার) মাপে পাওয়া যায়নি বলে আগামীকাল (বুধবার) নাঈমের হাতে তুলে দেওয়া হবে এসব উপহার।

নিজের স্বপ্ন ছোঁয়ার পর খুদে ভক্ত বলেছে, ‘সাকিব ভাই আমারে এইখানে নিয়া আইছে। তারে বল করছি, আমি ভাইরে এক ওভার বল করছি। সাকিব ভাইরে বল করে আমার ভালো লাগছে। সাকিব ভাই আমারে জুতা, ব্যাট, জামা গিফট করবে।’

নাঈমের স্বপ্ন একদিন জাতীয় দলে সাকিবের জায়গায় খেলবে। বাংলা ট্রিবিউনকে মুঠোফোনে সে বলেছে, ‘আমার কাছে সাকিব ভাই মানে বিশাল কিছু। উনার সঙ্গে তো আসলে কারও কোনও তুলনা হয় না। উনার মতো অলরাউন্ডার হতে চাই। সাকিব ভাই যখন অবসরে যাবেন, তখন আমি সাকিব ভাইয়ের মতো অবদান রাখতে চাই। জানি না পারবো কিনা, তবে স্বপ্ন দেখি।’

পরিবারের সঙ্গে নাঈম এদিকে সাকিবের খুদে ভক্ত নাঈমের বাবা ছেলের এমন কাণ্ডে ভাষা হারিয়ে ফেলেছেন। যেখানে বড় বড় মানুষই সাকিবের সান্নিধ্য পান না, সেখানে তার ছোট্ট ছেলে সাকিবের সঙ্গে দেখা করেছেন। ছেলের এমন অর্জনে খুশিতে যেন বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘এটা আমার কাছে বিশাল পাওয়া। সাকিবের সঙ্গে দেখা করা... অনেক লোক কত চেষ্টা করেও পারে না। আর আমার ছেলে ছোট মানুষ হয়ে যা করছে, আমার কাছে এটা অনেক পাওয়া। সাকিব কালকে (বুধবার) আমার ছেলেকে কিছু উপহার দেবে। এগুলো তো কল্পনাও করতে পারি না। সত্যি কথা বলতে যা কিছু হচ্ছে আমার কাছে এইসব স্বপ্নই মনে হচ্ছে।’

বাবা কামরুল ইসলাম জানেন ছেলের ক্রিকেটের প্রতি ঝোঁক আছে। কিন্তু ছেলেকে ক্রিকেটার বানানোর সামর্থ্য নেই। তবে কেউ যদি উদ্যোগ নিয়ে ছেলেকে ক্রিকেটার হওয়ার সুযোগ করে দেয়, তার প্রতি কৃতজ্ঞ থাকবেন তিনি, ‘সাকিবের মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন আমার ছেলের। কিন্তু আমি গাড়ি চালাই, আমার জন্য এটা কঠিন। কেউ যদি উদ্যোগ নিয়ে আমার ছেলের স্বপ্নটা পূরণ করতো, তার প্রতি কৃতজ্ঞ থাকবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ