X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডমিঙ্গোর দর্শন আমাদের ক্রিকেটে মানাচ্ছে না: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১৯:৩৩আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৯:৩৩

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তাকে রেখেই দুই দফা কোচিং স্টাফ বাড়িয়েছে বিসিবি। প্রথম দফায় জেমি সিডন্স। আর এবার টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, তবে কি শেষ হতে চলেছে ডমিঙ্গো অধ্যায়?

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে আজ (শনিবার) টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের একটি বক্তব্যে স্পষ্ট, দ্রুতই ডমিঙ্গো অধ্যায় শেষ হতে চলেছে বাংলাদেশের ক্রিকেটে। গতকাল (শুক্রবার) ঢাকায় ফিরে ডমিঙ্গো তার শিষ্যদের নিয়ে কাজ শুরু করেছেন। আর আজ অনুশীলন শেষে সুজন জানালেন, ডোমিঙ্গোর দর্শন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যায় না।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘দেখেন, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ফিলোসফি (দর্শন) থাকে। আমার ফিলোসফি বা আপনার ফিলোসফি সবই আলাদা। প্রত্যেক কোচের ফিলোসফি আলাদা। ওর (ডমিঙ্গো) ফিলসোফি যেটা সেটা হয়তো আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটের সঙ্গে মানাচ্ছে না।’

সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। শ্রীরাম যোগ দিলে ডোমিঙ্গোর ভূমিকা কী থাকবে, এ নিয়ে চলছে আলোচনা। আগামী সোমবার বৈঠকে বসবে বিসিবি। ওই বৈঠক শেষেই জানা যাবে ডমিঙ্গোর ভাগ্যে আসলে কী আছে। সুজন জানালেন তেমনটাই, ‘এটা নিয়ে ২২ তারিখ (আগস্ট) সিদ্ধান্ত হবে। যেহেতু শ্রীরাম কালকে (রবিবার) আসছেন, তাই উনার সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সঙ্গে যোগ করেছেন, ‘যদি দেশের ক্রিকেটের জন্য ভালো হয়, তাহলে সেটা আমাদের অবশ্যই নিতে হবে। সেটা থেকে বের হয়ে আসার চিন্তা এশিয়া কাপে আমরা করছি। দেখা যাক সেটা কী হয়। কতটুকু কাজ করে। আমার মনে হয়, এই ফরম্যাটে আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। যেটা আমরা ওয়ানডেতে করতে পারি না।’

শ্রীরামকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘শ্রীরামকে আমি চিনি, আমি ওর (শ্রীরাম) সঙ্গে খেলেছি; তবে ও কোচিং কীভাবে করায় সেটা আমিও জানি না। যেহেতু ওর ব্যাকগ্রাউন্ড স্ট্রং এবং সবাই ওকে নিয়ে কাজ করছে। সে টি-টোয়েন্টি দল নিয়ে অনেক বেশি কাজ করে, ওর কিছু ইনপুটস তো থাকবেই। ও যেহেতু এশিয়ারই, আমাদের সংস্কৃতির সঙ্গে মিল আছে। কথাবার্তা বা যোগাযোগ করতেও সহজ হবে। ও আসার পর অবশ্যই একটা পরিবর্তন আমরা পাবো’

শ্রীরামের নিয়োগ ডমিঙ্গো কীভাবে দেখছেন, এমন প্রশ্নে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেছেন, ‘রাসেলের সঙ্গে ওভাবে কথাই হয়নি। সে অনেক পেশাদার। যেহেতু বাংলাদেশ দলে একজন হেড কোচ আছেন, ফলে আমরা হেড কোচ নিয়োগ দেইনি। বিসিবি কাকে কোন পজিশনে রাখবে, সেটা বিসিবি কল করবে। তবে রাসেল এ বিষয়ে কোনও কিছুই বলেনি। আমি তার সঙ্গে যতদিন কাজ করেছি বা যতটুকু জানি, সে যথেষ্ট পজিটিভ মানুষ।’

শ্রীরামকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ‘বিশেষভাবে’ যোগ করা হচ্ছে কোচিং স্টাফে, ফলে অধিনায়ক সাকিবের সঙ্গে তার বোঝাপড়াটা বেশি দরকার। তার আগে সাকিব এই নিয়োগ কীভাবে দেখছেন? এক অনুষ্ঠানে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘আমরা মনে হয় না খুব বেশি কিছু এক্সপেক্ট করার আছে এখানে। যেহেতু তিনি (শ্রীরাম) অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ৫ বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে, তার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
চলতি অর্থবছরে বিসিবির নিট আয় ৩৯ কোটি
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি