X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ডমিঙ্গোর ‘পদত্যাগ’ প্রসঙ্গে কী বলছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৫:৩৩আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৫:৩৭

আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাসেল ডমিঙ্গোর পদত্যাগ নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও খবরটি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডমিঙ্গোর ক্রিকেট দর্শন টি-টোয়েন্টির সঙ্গে যায় না- কথাটা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। পরবর্তীতে এশিয়া কাপের দলে তাকে যুক্তও করা হয়নি। দক্ষিণ আফ্রিকান কোচকে ওয়ানডে ও টেস্ট দল নিয়ে কাজ করতে বলেছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে মাথা পেতে নিলেও পরবর্তীতে এক সাক্ষাৎকারে বোর্ডের নানাবিধ কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি। এরপর বিসিবি থেকে জানানো হয়, ডমিঙ্গোর কাছে ব্যাখ্যা চাইবে তারা। ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটনায় নতুন মোড়। ডমিঙ্গো নাকি জানিয়েছেন তিনি আর বাংলাদেশে ফিরছেন না। কেন ফিরছেন না, সেটির ব্যাখ্যা বিসিবি থেকে নিতে বলেছেন তিনি।

কয়েকটি সংবাদমাধ্যমকে এই খবর প্রকাশ হওয়ার পর বিসিবি থেকে জানানো হলো, ডমিঙ্গো পদত্যাগ করেননি। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আসলে আমরা বিষয়টি দেখেছি। আমি মনে করি, এটা হচ্ছে টোটালি মিস রিপ্রেজেন্টেসন অব আ কমিউনিকেশন উইথ রাসেল (ডমিঙ্গো) হ্যাড উইথ ফিউ মিডিয়াস। রাসেল হয়তো একভাবে বুঝাতে চেয়েছে, কিন্তু দুয়েকটা সোশাল মিডিয়া বা গণমাধ্যমে এভাবে এসেছে (পদত্যাগ করেছে)।’

বিসিবির এই কর্মকর্তার দাবি, ডমিঙ্গোর সঙ্গে আজও কথা হয়েছে, ‘আজ সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে। আপনাদের সঙ্গেও দুয়েকদিন আগে প্রেস মিট করেছে। সেখানে প্রেসিডেন্টও (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) ছিলেন। তার আগে বোর্ড সভাপতির সঙ্গে রাসেলের ডিটেইল আলোচনা হয়েছে। কীভাবে টেস্ট ও ওয়ানডে টিম নিয়ে কাজ করবেন। রাসেল সেভাবেই কাজ করে যাচ্ছে।’

পদত্যাগের কথা উড়িয়ে দিয়ে নিজামউদ্দিন জানালেন, দ্রুততম সময় টেস্ট ও ওয়ানডে নিয়ে নিজের পরিকল্পনা জমা দেবেন ডমিঙ্গো, “আশা করছি, খুব শিগগিরই ডিটেইল পরিকল্পনা সে (ডমিঙ্গো) বোর্ডকে জমা দেবে। সামনে ‘এ’ দলের একটি সফর আছে। সেখানেও সে (ডমিঙ্গে) থাকবে। (পদত্যাগ) কোথা থেকে এসেছে, এটা বলতে পারবো না।”

/আরআই/কেআর/
সম্পর্কিত
ক্যালিসের সঙ্গে শান্তর তুলনা করলেন ডমিঙ্গো  
দেশে ফিরেছেন ডমিঙ্গো
ডমিঙ্গোর দর্শন আমাদের ক্রিকেটে মানাচ্ছে না: সুজন
সর্বশেষ খবর
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি দেশে ফিরলেন
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট