X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হলান্ডের গোলের রেকর্ড, শীর্ষে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৪

মাঠে নামলেই গোল পাচ্ছেন আর্লিং হলান্ড। আজও (শনিবার) ব্যতিক্রম হলো না। উলভারহাম্পটনের মাঠে পাওয়া সেই গোলে আবার নতুন রেকর্ড গড়ে ফেললেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার সঙ্গে মৌসুমে প্রথমবার জ্যাক গ্রিলিশ জাল খুঁজে নিলে ১০ জনের উলভসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ৩ পয়েন্টে আর্সেনালকে সরিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে বসেছে পেপ গার্দিওলার দল।

অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন গ্রিলিশ। যে কারণে ইংল্যান্ডের রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে তাকে দলে টানে ম্যান সিটি। তবে সেই প্রত্যাশা মেটাতে পেরেছেন সামান্য। ফলে এই ইংলিশ তারকার ওপর চাপ বাড়ছিল। অবশেষে সমালোচকদের জবাব দিলেন তিনি। আজ উলভসের মাঠে প্রথম মিনিটেই জাল খুঁজে নেন গ্রিলিশ। কেভিন ডি ব্রুইনার দারুণ ক্রস থেকে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিজেনদের। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টারে আসার পর থেকে আলো ছড়িয়ে যাওয়া হলান্ড ব্যবধান দ্বিগুণ করেন। গোলের পর গোল করে যাওয়া এই তরুণ স্ট্রাইকার প্রায় প্রতি ম্যাচেই নতুন কীর্তি গড়ছেন। ১৬ মিনিটে জাল খুঁজে নিয়ে গড়েছেন আরেকটি নতুন রেকর্ড। প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন  হলান্ড

এমনিতেই ২ গোলে পিছিয়ে পড়েছিল উলভস, এর ওপর ৩৩ মিনিটে নাথান কলিন্স লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও ব্যাকফুটে চলে যায়। তারপরও ১০ জন নিয়ে ব্যবধান বাড়তে দিচ্ছিল না স্বাগতিকরা। ৬৯ মিনিটে গিয়ে তাদের বাধার দেয়াল ভাঙেন ফিল ফডেন। তার লক্ষ্যভেদে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যান সিটি।

এই জয়ে আর্সেনালকে সরিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে বসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট ম্যান সিটির। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

/কেআর/
সম্পর্কিত
পালমারকে সিটিতেই থাকতে বলেছিলেন গার্দিওলা
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বশেষ খবর
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত