X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেড় মাস ব্যাট না ধরা মুম্বাই-কন্যার চোখ জুড়ানো ইনিংস

রবিউল ইসলাম, সিলেট থেকে
০১ অক্টোবর ২০২২, ১৯:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৯:৩৬

স্মৃতি মান্ধানার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন জেমিমাহ রদ্রিগেস। ২০১৭ সালে ঔরঙ্গাবাদে সৌরাষ্ট্রের বিপক্ষে ১৬৩ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসে নজরে পড়েন জেমিমাহ। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জেমিমাহর। তার ব্যাটে চড়েই আজ (শনিবার) নারী এশিয়া কাপে দারুণ এক জয় তুলে নেয় ভারত। অথচ একটা সময় দেড় মাস ব্যাটই ধরেননি এই মিডল অর্ডার ব্যাটার!

২০০০ সালের ৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম নেওয়া জেমিমাহ জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে ক্লাস টুয়েলভে বোর্ড পরীক্ষা মিস করেছিলেন। কেননা ক্রিকেট থেকে দূরে থাকা তার জন্য বেশ কঠিনই ছিল। এশিয়া কাপের আগে লম্বা সময় কব্জির চোটে দলের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিরেই পেয়েছেন ছন্দ। শনিবার টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সংবাদ সম্মেলনে এসে জেমিমাহ বলেছেন, ‘আমি ৬ সপ্তাহের (দেড় মাস) মধ্যে ব্যাট স্পর্শ করিনি। যেটা আমার জন্য ছিল সবচেয়ে কঠিন ব্যাপার।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমি ব্যাটিং ভালোবাসি, ক্রিকেট খেলা ভালোবাসি। কিন্তু এটা একসময় কাজে দিয়েছে। আমি আমার ফিটনেস নিয়ে কাজ করতে পেরেছি। আমি জাতীয় একাডেমিতে পুনর্বাসনে ছিলাম। সেখানে রজনি স্যার, শার্লি ম্যামরা ছিলেন। ফিজিও আমাকে খুব সাহায্য করেছেন সময়টাতে।’

২৩ রানে ২ উইকেট হারানো ভারত তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায়। জেমিমাহ রদ্রিগেস ও অধিনায়ক হারমানপ্রীত কৌর মিলে ৯২ রানের দারুণ জুটি গড়েন। চামারি আতাপাত্তুর স্পিনে বোল্ড না হলেও সেঞ্চুরিই তুলে নিতেন জেমিমাহ। অষ্টম হাফসেঞ্চুরি তুলে খেলেছেন ৭৬ রানের ঝকঝকে এক ইনিংস। ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায় জেমিমাহ নিজের ইনিংসটি সাজিয়েছেন। এই ইনিংস নিয়ে তার বক্তব্য, ‘একটাই চিন্তা মাথায় ছিল যে জুটি গড়বো। সেটাই করতে পেরেছি। আমরা ব্যাটিং উপভোগ করছিলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমি নেটে ব্যাটিং খুব উপভোগ করছিলাম। আমার টাইমিং খুব ভালো হচ্ছিল ২ উইকেট পড়ার পরও।’

এমন ইনিংসের পর সবার সমর্থনের কথা স্মরণ করলেন জেমিমাহ, ‘বাড়িতে আমার বাবা-মা সমর্থন করেছেন। শুধু আমি একা না, আমার চারপাশের মানুষজন আমাকে এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছেন। আমার মনে হয় সবারই জয় এটা।’

২২ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি হকির মাঠেও একটা সময় ঝড় তুলেছিলেন তিনি। মহারাষ্ট্রের হয়ে তিনি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ হকি দলে খেলেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ক্রিকেটের ভালোবাসার কাছে পরাস্ত হয় ২২ বছর বয়সী তরুণীর হকি-প্রীতি।

খেলার বাইরেও আরও একটি পরিচয় আছে জেমিমাহর। তিনি গানেও বেশ পারদর্শী। টুইটারে মাঝেমধ্যেই গানের লাইন পোস্ট করেন। তাছাড়া ইনস্টাগ্রাম লাইভেও গান গেয়ে শোনান নবীন এই তারকা। হয়তো গানের সুরে তাল দিয়ে ব্যাটিংটাও করে থাকেন মুম্বাই-কন্যা!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!