X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন’

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৬ অক্টোবর ২০২২, ১৮:০৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৮:০৭

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। তার হ্যাটট্রিকেই লণ্ডভণ্ড হয়ে যায় মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ১২ রান খরচ করে ৩ উইকেট শিকারি ফারিহা সংবাদ সম্মেলনও মাতিয়ে গেছেন। ফারিহাকে দেখে মনেই হয়নি প্রথমবারের মতো সংবাদ মাধ্যমকে সামলেছেন তিনি।

প্রশ্ন: হ্যাটট্রিক করলেন, আপনার অনুভূতি কী?

ফারিহা ইসলাম তৃষ্ণা: অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি। অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পেরেছি।

প্রশ্ন: এই মাঠেই ঘরোয়া ক্রিকেটে ১৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন, এখানেই অভিষেক। সবকিছু মিলিয়ে আত্মবিশ্বাস অনেক উঁচুতে ছিল কিনা?

ফারিহা: আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। এনসিএলে (মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ) ভালো খেলেছি। এই উইকেটটা আমার জন্য সৌভাগ্যের। কারণ যখনই আমি খেলি, ভালো কিছু চেষ্টা করি অথবা হয়। অভিষেক ম্যাচেই বিশ্বাস ছিল ভালো কিছু হবে বা করতে হবে।

প্রশ্ন: হ্যাটট্রিকের তিনটি বলের পরিকল্পনা কী ছিল?

ফারিহা: আমি নিজের জায়গায় (বল) করার চেষ্টা করেছি। কোনও ভ্যারিয়েশনের চেষ্টা করিনি। শুধু স্বাভাবিকভাবে জায়গা ঠিক রাখার চেষ্টা করেছি।

প্রশ্ন: আপনি পঞ্চগড় থেকে উঠে এসেছেন। কতটা কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন? বাবা-মা কতটা সাপোর্ট দিয়েছেন?

ফারিহা: প্রথমত হ্যাঁ, পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল।

প্রশ্ন: অভিষেক ম্যাচ খেলবেন, জানার পর কী পরিকল্পনা করেছিলেন?

ফারিহা: দলে ছিলাম। চেষ্টা ছিল যেদিনই খেলবো ভালো কিছু করবো। অভিষেক হবে জানতে পেরেছি আজ (বৃহস্পতিবার) সকালে। প্রতিটি অনুশীলনেই নিজেকে তৈরি করেছি- যেদিন খেলবো, দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।

প্রশ্ন: অভিজ্ঞ জাহানারা আলমের কাছ থেকে অভিষেক ক্যাপ নিয়েছেন, বিশেষ কিছু কী আলাপ হয়েছে?

ফারিয়া: উনার (জাহানারা) কাছ থেকে ক্যাপ নিতে পেরে অনেক খুশি। উনি অভিজ্ঞ ক্রিকেটার, শুরু থেকে ক্রিকেটে আছেন। বাংলাদেশের সেরা পেস বোলার। উনার কাছ থেকে ক্যাপ নিতে পেরে খুশি লেগেছে। উনি উইশ করেছেন যেন ভালো করতে পারি।

প্রশ্ন: আবুধাবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সুযোগ পেয়েছিলেন, কিন্তু মাঠে নামা হয়নি। কোনও হতাশা কাজ করেছিল কি?

ফারিহা: প্রথমত, আমি হতাশ ছিলাম না। কারণ আমি জানি আল্লাহ সবসময় পাশে থাকেন। ভেবেছি হয়তো আজ অভিষেক হবে না, কিন্তু পরে হবে। টিম কম্বিনেশনের ওপর নির্ভর করে। আমার বিশ্বাস ছিল, যেদিন আমি খেলবো ভালো খেলবো। কাজেই হতাশ ছিলাম না, নিজেকে প্রস্তুত করেই গিয়েছি।

প্রশ্ন: হ্যাটট্রিকে সিনিয়রদের প্রতিক্রিয়া কেমন ছিল?

ফারিহা: দলের সব সিনিয়র অনেক ভালোবাসা দিয়ে উইশ করেছে। প্রথম ম্যাচে ভালো করতে পেরেছি, এইটুকুই।

প্রশ্ন: বোলিংয়ে আপনার শক্তির জায়গা কোনটি বলে মনে করেন?

ফারিহা: আমার শক্তির জায়গা হচ্ছে, আমার স্পট বল। মানে মেইন জায়গা স্পটে। সহজাতভাবে আমি আউটসুইং পাই, যেটা বাঁহাতিদের বেলায়। ডানহাতিদের বেলায় যেটা ইনসুইং হয়। আমি যদি আমার জায়গায় বল করার চেষ্টা করি আমার বলগুলো ভালোই হয়। কাজেই আমি আমার শক্তির জায়গা মনে করি স্পট বলটাই।

প্রশ্ন: উইকেট নিয়ে সমালোচনা হচ্ছিল, আজকের উইকেট নিয়ে কি সন্তুষ্ট?

ফারিহা: আজকের উইকেট অনেক ভালো ছিল। টার্ন ছিল, সুইং ছিল। প্রথমত আমি বল করেছি, আমি বলবো সুইং পেয়েছি। আর বল উঠছিল, তাই ব্যাটারদের খেলতেও সুবিধা হয়েছে। আমাদের ব্যাটাররা যখন ব্যাট করেছে উইকেট ভালো ছিল। আমি বলবো উইকেট নিয়ে আমরা সন্তুষ্ট।

/কেআর/
সম্পর্কিত
হ্যাটট্রিকের পর ফারিহা জানালেন, ‘দল সবার আগে’
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
বাংলাদেশকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়