X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতকে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি!

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১৭:১৪আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:১৬

নিউজিল্যান্ড-ভারতের ওয়ানডে সিরিজে আধিপত্য ছিল বৃষ্টির। টানা দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তৃতীয় ওয়ানডে ভেসে যাওয়ায় নিউজিল্যান্ড ১-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে।

অবশ্য বলা চলে ভারতকে আরেকটি হার থেকে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। আর দুই ওভারে খেলা হলে ম্যাচটা জিতে মাঠ ছাড়তো নিউজিল্যান্ডই। কারণ বৃষ্টি আইনে তখন ৫০ রানে স্বাগতিক দল এগিয়ে ছিল। কিন্তু ওয়ানডের বেলায় ফল বের হতে কমপক্ষে ২০ ওভার খেলা না হলে এই আইন কার্যকর হয় না।  নিউজিল্যান্ডের দুর্ভাগ্য যে বৃষ্টি নামে ১৮ ওভার শেষ হওয়ার পর।

প্রথম থেকে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে খেলতে নামে দুই দল। ম্যাচ শুরুও হয়েছে কিছুটা দেরিতে। টস জিতে এই ম্যাচেও ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। যার ফায়দা নিতে পারে স্বাগতিক পেসাররা। ৪৭.৩ ওভারে ভারতকে বেঁধে ফেলে ২১৯ রানের মধ্যেই। টপের দিকে সর্বোচ্চ ৪৯ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৬৪ বলে ৫১ রানের লড়াকু ইনিংসটা না খেললে স্কোরবোর্ডের অবস্থা আরও শোচনীয় হতো। দুইশো ছাড়াতো কিনা সন্দেহ!

নিউজিল্যান্ডের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন ড্যারিল মিচেল।  ৫৭ রানে ৩ উইকেট নেন অ্যাডাম মিলনেও। টিম সাউদি ৩৬ রানে নিয়েছেন দুটি।

জবাবে নিউজিল্যান্ডের অবস্থা দেখে মনে হচ্ছিল ম্যাচটা জিতেই বুঝি মাঠ ছাড়বে। ওপেনিং জুটিতে যোগ করে ৯৭ রান। ফিন অ্যালেন ৫৪ বলে ৫৭ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফিরেছেন। কিন্তু ১৮ ওভার পর বৃষ্টি নামলে ম্যাচ আর মাঠে গড়ায়নি। ডেভন কনওয়ে অপরাজিত থেকেছেন ৫১ বলে ৩৮ রানে। ভারতের হয়ে একটি উইকেটটি নেন উমরান মালিক।  

সিরিজ সেরা হয়েছেন ১৪৫ রান করা টম ল্যাথাম।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক