X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ-ভারত ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচ

মুমিনুলের শেষ সুযোগ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ১৯:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:১৩

লম্বা সময় ধরে রানে নেই মুমিনুল হক। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট কিংবা ‘এ’ দল- কোথাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টেস্ট দলের সাবেক অধিনায়ক। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আরেকবার সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটার। সেখানেও ব্যর্থ হলে ভারতের বিপক্ষে তার একাদশের তালিকায় থাকা নিয়ে তৈরি হবে শঙ্কা!

সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না মুমিনুল। কক্সবাজারে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে ৪, ১৭ রান করেছেন মুমিনুল। তার আগে তামিলনাড়ুর একটি দলের বিপক্ষে খেলতে গিয়ে ছিলেন নিজের ছায়া হয়ে। জাতীয় লিগ, বিসিএলে রান করতে পারেননি। জাতীয় দলেতো দীর্ঘদিন ধরেই অফফর্মে। জাতীয় দলের জার্সিতে ১২ ইনিংস আগে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার আগে চার ইনিংসেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। লম্বা সময় ধরে নিজেকে খুঁজে ফিরছেন মুমিনুল।

সাবেক অধিনায়কের টানা ব্যর্থতায় টেস্ট দলে তার জায়গা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে মুমিনুলের ব্যাট না হাসলেও নিজের জায়গা হারিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে অফফর্মে থাকা একজনকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

তবে মুমিনুলকে নিজের ছায়া থেকে বেরিয়ে আসার আরও একটি সুযোগ পাচ্ছেন। আগামী ৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে রান করতে পারলে অন্তত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গার দখল নিতে পারবেন অভিজ্ঞ এই ব্যাটার। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম ওয়ানডে দলে থাকায়, তারা দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়েছেন। এছাড়া তৌহিদ হৃদয়, তাইজুল ইসলাম, খালেদ আহমেদকে রাখা হয়নি দ্বিতীয় ম্যাচে। তবে নতুন করে সুযোগ পেয়েছেন শাহদাত হোসেন দিপু, হাসান মুরাদ, মুশফিক হাসান ও আশিকুজ্জামান।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকির আলী অনিক, নাঈম হাসান, হাসান মুরাদ, রেজাউর রহমান, মুশফিক হাসান, সুমন খান ও আশিকুজ্জামান।

/আরআই/ইউএস/
সম্পর্কিত
দুই স্তরের টেস্ট ইস্যুতে মুখ খুললেন মুমিনুল
সবচেয়ে বেশি শূন্য এখন মুমিনুলের!
চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় মুমিনুলের সেঞ্চুরি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
মিয়ানমারে পাচারকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন আটক
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান