X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিপিএল: সমালোচনাকে পাবলিসিটি হিসেবে দেখছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ২০:২০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০:২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলেই গড়া হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু গত ১২ বছরে নয়বার বিপিএল মাঠে গড়ালেও পেশাদারত্বের কোনও ছোঁয়া দেখা যায়নি। উল্টো বিপিএলকে নানা রকম অস্বস্তিকর শিরোনাম হতে হয়।

এবার যেমন বিপিএলের নবম আসর শুরুর আগে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন সমালোচনায় মুখর হলেন। বিস্ময়করভাবে বিসিবি এসব সমালোচনাকে পাবলিসিটি হিসেবে দেখছে!

বিপিএলের মান নিয়ে সবার আগে প্রশ্ন তুলেছিলেন সাকিব আল হাসান। মাশরাফিও সাকিবের সঙ্গে একমত পোষণ করেছেন। আর খালেদ মাহমুদ সুজন তো বলেছিলেন, তিনি খেলোয়াড় হলে আইপিএলকেই বেছে নিতেন!

এসব সমালোচনার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘যত কথা হবে, তত তো পাবলিসিটি। ধরেন সাকিব যদি বিপিএল নিয়ে এত কথা না বলতো, তাহলে কি এত পাবলিসিটি হতো। ভালো...সব পজিটিভি-নেগেটিভ যেকোনও আলোচনাই ভালো।’

মল্লিকের সঙ্গে সুর মিলিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও একই কথা বললেন, ‘ইন্টাররেস্টিং তো। যত বেশি আলোচনা হবে, তত বেশি কথা হবে। আপনাদের থেকেও আলোচনা বেরিয়ে আসবে।’ 

যদিও এক দিন আগে সাকিবের বক্তব্যের সমালোচনা করে প্রধান নির্বাহী নিজামউদ্দিন ভিন্ন বক্তব্য দিয়েছিলেন, ‘আমি নিশ্চিত নই যে তিনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা কতটুকু তথ্য তার কাছে ছিল। আমাদের সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কি না, আমার সন্দেহ। এর বাইরে কিছু বলা আসলে ঠিক হবে না।’

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএল কত র‌্যাঙ্কিং দেওয়া হবে? মাশরাফির উত্তর ছিল, ‘এক মাঠে ৬ থেকে ৭ দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে। এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। সঠিক পন্থায় করতে হবে।  খালি চোখে যে কেউ এসে দেখবেন যে একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হ-য-ব-র-ল ব্যাপার বলতে পারেন।’

খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ বলছেন, ‘পেশাদার হিসেবে আমরা খুবই ভালো ছিলাম। আইপিএলের পরই আমরা ছিলাম। কিন্তু সবাই এত এগিয়ে গেছে। সারা বিশ্বে আইপিএলের ওপর কোনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নেই। আমি খেলোয়াড় হলে এখানে না থেকে ওখানে যেতাম। আমার মনে হয় আমরা ভারতের মার্কেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। আমাদের ফ্র্যাঞ্চাইজি মালিকারাও যে খুব বড় বাজেটের দল করছেন, তা নয়। তিন-চার বছর আগে তিন-চারটি দল বড় বাজেটের দল গড়লেও এখন আর কেউ সেটি করছে না।’

বিপিএলের সমালোচনা করে সাকিব বলেছিলেন, ‘বাজেট সংকট সম্ভবত (হাসি)। সদিচ্ছা থাকলে থেমে থাকার কিছু দেখি না। সদিচ্ছা থাকলে আমি তো কোনও কারণ দেখি না ডিআরএস থাকবে না, তিন মাস আগে ড্রাফট কিংবা অকশন কেন হবে না? টিমগুলো দুই মাস আগে থেকে কেন ঠিক হবে না?’

/আরআই/এনএআর/
সম্পর্কিত
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
মাঠে নেমেই মাশরাফির ৫ উইকেট
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ