X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে রেহান-অ্যাবেলকে নিয়ে আসছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

আগেই জানা গেছে বাংলাদেশ সফরে নিয়মিত অনেক ক্রিকেটারকেই পাচ্ছে না ইংল্যান্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলটায় দেখা গেলো নতুন মুখ। বাংলাদেশ সফরে ডাক পেয়েছেন সাদা বলে এখনও অভিষেক না হওয়া লেগ স্পিনার রেহান আহমেদ। তার মতো দুই সংস্করণের দলে আছেন মিডল অর্ডার ব্যাটার টম অ্যাবেলও। যাকে ব্যাটার হিসেবে বলা হচ্ছে উদ্ভাবনী।  

রেহান ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক করলেও অ্যাবেলের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকেই রেহান ৭ উইকেট নিয়েছেন।

চোট কাটিয়ে ৯ মাস পর ফিরেছেন পেসার সাকিব মাহমুদ। চোট কাটিয়ে ফেরা পেসার জোফরা আর্চারও রয়েছেন দুই সংস্করণে।  

ব্যাটার উইল জ্যাকস ও বেন ডাকেট নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেই টি-টোয়েন্টি দলে যোগ দেবেন। 

টম অ্যাবেল, ফাইল ছবি। মূলত বেশ কিছু নিয়মিত খেলোয়াড়ের অনুপস্থিতিতেই সমারসেট অধিনায়ক অ্যাবেলের কপাল খুলেছে।পিএসএল খেলতে অ্যালেক্স হেলস ও স্যাম বিলিংস সফর করতে রাজি হননি। অপর দিকে ডেভিড উইলি পরিবারকে সময় দিতে এড়িয়ে গেছেন এই সিরিজ।  

সূচি অনুযায়ী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ঢাকায় ফিরবে। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দল এবারই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।

ওয়ানডে স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।

/এফআইআর/        
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!