X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মুগ্ধতা ছড়ানো বোলিংয়ে মুগ্ধর ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৬

ফরচুন বরিশালের বিপক্ষে মুগ্ধতা ছড়ানো বোলিং করেছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। তার দারুণ বোলিংয়ে সাকিবের বরিশাল অলআউট হয় ১২১ রানে। শুরুটা করেছিলেন সাকিব আল হাসানকে দিয়ে। এরপর একে একে মাহমুদউল্লাহ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম ও চতুরঙ্গ ডি সিলভাকে বিদায় করে চলতি বিপিএলে প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান মুগ্ধ। সব মিলিয়ে ৩.১ ওভারে ২৩ রানে ৫ উইকেট শিকার করেন এই পেসার।

সাকিবকে নিজের প্রথম ওভারেই বোল্ড করেন মুগ্ধ। পরে মাহমুদউল্লাহকেও বোল্ড করে দ্বিতীয় সাফল্য তুলে নেন। ডেথ ওভারে নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিমকে তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। কিন্তু বরিশালের বোলার খালেদ সেই হ্যাটট্রিক রুখে দেন।

হ্যাটট্রিক না পেলেও নিজের পরের ওভারে চতুরঙ্গ ডি সিলভাকে ফিরিয়ে নিজের প্রথম ফাইফারের স্বাদ পেয়ে যান মুগ্ধ। এর আগে ৩০ রানে ৩ উইকেট ছিল তার ক্যারিয়ার সের। আজ ২৩ রানে পেয়ে গেছেন ৫ উইকেট।

উইকেট ভালো হওয়ায় এবার ব্যাটারদের আধিপত্য ছিল বেশি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে এসেছেন ব্যাটাররা। সেখানে বোলাররা ভালো করলেও কেউই ৫ উইকেটের দেখা পাচ্ছিলেন না। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার নবম আসরের প্রথম ফাইফার তুলে নিয়েছেন। সব মিলিয়ে বিপিএলে এটি ১৭তম পাঁচ উইকেট শিকার। নবম বাংলাদেশি বোলার হিসেবে এমন কীর্তি গড়লেন মুকিদুল।

ব্যাটারদের আধিপত্য ছাপিয়ে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন খুলনার নাহিদুল ইসলাম। এ ছাড়া তাসকিন আহমেদও ৯ রানে ৪ উইকেট পেয়েছিলেন। এর বাইরে নাসিম শাহ, রেজাউর রহমান, ওয়াহাব রিয়াজ, নাসির হোসেনরাও ৪ উইকেট করে নিয়েছেন।

মঙ্গলবার সবাইকে ছাপিয়ে ৫ উইকেট নিয়ে মুগ্ধতা ছড়ালেন মুগ্ধ। এর আগে ৫ ম্যাচে কেবল ৪ উইকেট পেয়েছিলেন মুগ্ধ। উইকেট না পাওয়ার পাশাপাশি তার বোলিংয়ে তেমন ধারও লক্ষ করা যায়নি। এ কারণে একাদশে জায়গাও হারাতে হয়েছিল। দুই ম্যাচ পর মুগ্ধ আজই একাদশে ফিরেছেন।

/আরআই/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন