X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাকিব বললেন, ইংল্যান্ড সিরিজে বিপিএলের প্রভাব ছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ২১:২৪আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২১:২৪

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এনেছিল বিসিবি। মূলত বিপিএলে দারুণ পারফরম্যান্স করা কিছু ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়। সুযোগটা বেশ ভালোভাবেই লুফে নিয়েছেন তারা। এছাড়া জাতীয় দলের ক্রিকেটার যারা বিপিএলে ছন্দে ছিলেন, তারাও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন। সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, বিপিএলের পারফরম্যান্স ইংল্যান্ডের বিপক্ষে অব্যাহত থাকাতেই সফল হয়েছে বাংলাদেশ।

প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের একজন হচ্ছেন তানভীর ইসলাম। বাঁহাতি এই স্পিনার গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেট দুর্দান্ত বোলিং করছেন। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হয় তানভীরের। নিজের প্রথম ওভারেই দলকে সাফল্যে ভাসান তিনি। 

এছাড়া সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। ১৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪০৩ রান। বিপিএলের ফর্ম নিয়ে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে ব্যাটিং করেছেন। খুব বড় ইনিংস খেলতে না পারলেও প্রভাবশালী ইনিংস ছিল। প্রথম ম্যাচে ২৪ ও দ্বিতীয় ম্যাচে ১৭ রান আসে তার ব্যাট থেকে। রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেছেন রনি তালুকদার। ৮ বছর পর জাতীয় দলে ফিরেই একেবারে খারাপ করেননি। তিন ম্যাচে ২১, ৯ ও ২৪ রান করেন। বড় ইনিংস না হলেও ব্যাটিংয়ে ইনটেন্ট ছিল প্রশংসাতীত।

বিপিএলে এসে ধারাবাহিকতা খুঁজে পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৫ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫১৬ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক শান্ত সেই ধারাবাহিকতা বজায় রাখেন ইংল্যান্ড সিরিজেও। ওয়ানডেতে দুটি হাফ সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট ধরে সিরিজে সর্বোচ্চ রানও তার। এমন পারফরম্যান্সেই তাকে এনে দিয়েছে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ এর পুরস্কার। শান্ত ও রনি ছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ৫ জন ছিলেন ইংল্যান্ড সিরিজের দলে। বোলিংয়েও একই। তানভীর, হাসান মাহমুদের সঙ্গে তাসকিন-মোস্তাফিজ ছিলেন জাতীয় দলে। 

বিপিএলের এই ছন্দ জাতীয় দলে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এখানে যারা খেলছে, বিশেষত টি-টোয়েন্টি সিরিজে; প্রতিটি খেলোয়াড় বিপিএলে পারফর্ম করেছে। ওই পারফরম্যান্সটা... খুব বেশি দিন আগের নয়, সেটা প্রভাব রেখেছে। এখানে যারা পাঁচ-ছয়জন ব্যাট করছে, তারা বিপিএলেও টপ রান স্কোরার। যারা সর্বোচ্চ উইকেট নেওয়া, তারাও এখানে বল করেছে। ওই আত্মবিশ্বাস আসলে থাকে। আর যেহেতু খুব বেশি বিরতি ছিল না। টানা খেলার ভেতরে থাকাটা আমাদের সাহায্য করেছে।’

 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
র‌্যাঙ্কিংয়ে শান্তর লম্বা লাফ
সাকিব মনে করেন, ফিল্ডিংয়ে এশিয়ার সেরা বাংলাদেশ
বাংলাদেশের প্রশংসা করলেন বাটলার
সর্বশেষ খবর
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
আমেরিকান পণ্যে ‘শূন্য শুল্ক’ নিতে রাজি ভারত: ট্রাম্প
আমেরিকান পণ্যে ‘শূন্য শুল্ক’ নিতে রাজি ভারত: ট্রাম্প
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭