X
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
৭ চৈত্র ১৪২৯

দুবাইয়ের ঘটনায় সাকিবকে রক্ষা করবে বিসিবি

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ মার্চ ২০২৩, ২০:৩৪আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২২:২১

হত্যা মামলার পলাতক আসামী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে জড়িয়ে গেছে সাকিব আল হাসানের নাম। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের মালিকানাধীন আরাভ জুয়েলার্স উদ্বোধন করতে যান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের দুবাই যাওয়া নিয়ে পুলিশ দাবি করেছে, তিনি জেনেশুনেই দুবাই গিয়েছিলেন। অন্যদিকে বোর্ড পরিচালকরা বলছেন, সাকিবের দুবাই যাওয়া সংক্রান্ত কোনও কিছুই তারা জানতেন না। সিলেটে শনিবার বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তো বিশ্বাসই করতে পারছেন না সাকিবের মতো ‘সেন্সিবল বয়ের’ কাছ থেকে এমন কিছু হতে পারে!

দুবাইয়ে হত্যা মামলার পলাতক আসামীর শো-রুম উদ্বোধনকে কেন্দ্রে করে ব্যাপক সমালোচনার শিকার হন সাকিব। পুলিশ জানিয়েছে, সাকিবসহ যেসব তারকরা দুবাই গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিসিবি এই ব্যাপারে নীরব। জালাল ইউনুস জানিয়েছেন, সিরিজের মাঝখানে এসব নিয়ে কথা বলতে চান না তারা, ‘পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমাদের ওই সময় হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন, তাদের জিজ্ঞাসা করার। সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো। বোর্ড এ ব্যাপারটায় বেশি গুরুত্ব দেবো।’

নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ ক্রিকেটার ব্যক্তিগত কাজে অংশ নিলেও বিসিবির কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে সাকিব বোর্ডকে না জানিয়েই দুবাই চলে গেছেন। বিষয়টি অকপটে স্বীকার করেছেন জালাল ইউনুসও, ‘আমরা জানি না, ক্রিকেট অপারেশন্সও জানে না ব্যাপারটা। জেনারেলি গ্যাপের মাঝখানে একটা দিন ছুটি ছিল। জানা ছিল ১৭ তারিখ দলের সঙ্গে ও জয়েন করবে, এটা আমরা জানতাম। কোথায় গেছে, কী করেছে, বা কার সঙ্গে ছিল, বাণিজ্যিক ইনভলভমেন্ট ছিল কি না- এটা আমরা পরে জানতে পেরেছি।’

আরাভ খানের সঙ্গে সাকিবের সম্পৃক্ততার প্রমাণ পেলে বিসিবি কোন উদ্যোগ নেবে কিনা? এমন প্রশ্নে জালাল ইউনুসের উত্তর, ‘অবশ্যই। আমরা মনে করি সাকিব খুবই সেন্সিবল বয়। তার যে জ্ঞান আছে এসব ব্যাপারে, কোথায় কী করতে হবে, না করতে হবে খুব ভালো জানে। সেজন্যই বললাম কেন ঘটেছে, কীভাবে ঘটলো, কীভাবে ইনভলভমেন্ট হলো- আমরা এখন পর্যন্ত জানি না। একই সঙ্গে বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন আইসিসি মিটিংয়ে। তারা এলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ঠিক করবো কী করা যায়। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ডিসিপ্লিনারি কমিটি আছে। তারা যদি মনে করেন তদন্ত করতে হবে, তাহলে দেখবেন। আমার মনে হয় একটু অপেক্ষা করা দরকার। এখন এগুলো নিয়ে আলাপ না করাই ভালো।’

তাছাড়া সিরিজ চলাকালীন আরাভ-সাকিব ইস্যু নিয়ে আলোচনা করতে চাইছে না বোর্ড। মূলত দল ও সাকিবের পারফরম্যান্সে প্রভাব ফেলে এমন কিছু তারা করতে চাইছেন না। জালাল ইউনুসের কথা, ‘এটা নিয়ে যদি বেশি হৈচৈ করি কিছু না জেনে। তাহলে সেটা তার পারফরম্যান্সেও তো একটা সমস্যা হবে। আমার মনে হয় আগে ব্যাপারটা জানি। সবারই এখানে সমর্থন দরকার।’

হত্যা মামলার আসামীর সঙ্গে সাকিবের সম্পৃক্ততার বিশেষ কোন কারণ থাকলে সমস্যায় পড়তে হবে সাকিবকে। তবে বিসিবি বলেছে সাকিবকে রক্ষা করতে সব রকম ব্যবস্থাই নেওয়া হবে, ‘অবশ্যই। কারণ সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশেরও। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।’

/আরআই/এফআইআর/
সর্বশেষ খবর
যে দল নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ
যে দল নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ
ইলিয়াস-বাবুলের প্রতিবেদনের নতুন দিন ধার্য
ইলিয়াস-বাবুলের প্রতিবেদনের নতুন দিন ধার্য
স্টেশনে ঢলে পড়ে মারা গেলেন হ্যারি পটার অভিনেতা পল
স্টেশনে ঢলে পড়ে মারা গেলেন হ্যারি পটার অভিনেতা পল
অবশেষে মুখ খুললেন ‘অপারেশন অগ্নিপথ’ নির্মাতা
অস্ট্রেলিয়ায় শাকিব-কাণ্ডঅবশেষে মুখ খুললেন ‘অপারেশন অগ্নিপথ’ নির্মাতা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!