বেশ কিছুদিন ধরে ছন্দে নেই তামিম ইকবাল। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দর্শক হয়েই কাটাতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেও ব্যাটে রান ছিল না। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দেখা গেলো একই অবস্থা। রবিবার বৃষ্টিস্নাত দিনে সবাই যখন অলস সময় কাটিয়েছেন। দৃঢ়চেতা তামিমকে মনে হলো রানে ফিরতে ভীষণ মরিয়া তিনি। সেকারণেই কিনা দলের সবাই বিশ্রামে থাকলেও ওয়ানডে অধিনায়ক একা একাই অনুশীলন করেছেন।
শনিবার আইরিশদের উড়িয়ে দিয়ে রেকর্ডরানে জয় পেয়েছে বাংলাদেশ দল। স্বাভাবিক ভাবেই পুরো দলকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেটের আকাশ গত রাত থেকেই গোমরামুখ। ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। মাঝে কয়েক দফা মুষলধারেই ঝরেছে। এমন দিনে দলের বাকিরা যেখানে বিশ্রামে কাটিয়েছেন, ব্যতিক্রম ছিলেন কেবল তামিম। এদিন টিম বাস থেকে নেমেই ইনডোরে ঢুকে পড়েন। থ্রো ডাউন ও বোলিং মেশিনে ব্যাটিং করেন প্রায় ঘণ্টাখানেক। মাঝে অনেকটা সময় তাকে পরামর্শ দিয়েছেন কোচ হাথুরুসিংহে।
গত বছরের আগস্টে জিম্বাবুয়ে সিরিজের পর থেকে রানের মধ্যে নেই তামিম। ভারত সিরিজ মিস করে ইংল্যান্ড সিরিজে ফিরলেও তিন ম্যাচে তার রান ছিল ১১, ৩৫, ২৩। ব্যাটিংয়ে প্রসেসও ছিল প্রশ্নবিদ্ধ। আগের দিন আয়ারল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন দৃষ্টিকটুভাবেই। অথচ আইরিশদের বিপক্ষে ওই ম্যাচে বাকি ব্যাটারদের মধ্যে সবাই কম বেশি রান করেছেন। এমনকি অভিষিক্ত তাওহীদ হৃদয় খেলেছেন ৯২ রানের অসাধারণ ইনিংস। সেখানে তামিম ১১ বলে ৩ রানের ইনিংস খেলেছেন।
সব মিলিয়ে ব্যর্থতার জাল ছিন্ন করতেই তামিমের কঠোর পরিশ্রম। সকালে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে সঙ্গে নিয়ে মাঠে ঢুকেছেন। দুই কোচের সঙ্গে কথা বলে তামিম নিজের ভুলগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। সঙ্গে ছিলেন দলের লজিস্টিক ম্যানেজার ও তার বড় ভাই নাফিস ইকবালও।
আজকের অনুশীলনে বেশ সাবলীল ব্যাটিং করেছেন তামিম। এখন দেখার অপেক্ষা সোমবার আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে রানে ফিরতে পারেন কিনা।