X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুণ্যভূমি সিলেটে অনেক প্রাপ্তির সিরিজ জয়

রবিউল ইসলাম, সিলেট থেকে
২৪ মার্চ ২০২৩, ০০:৪২আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০০:৪২

‘মন জুড়ালো না। ভেবেছিলাম বাংলাদেশের ব্যাটিং প্রাণভরে উপভোগ করবো। কিন্তু আয়ারল্যান্ড তো রানই করতে পারলো না’- কথাগুলো বেসরকারী বিশ্ববিদাল্যায়ের এক ছাত্রীর। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ুয়া এই ছাত্রীর মন ভরাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা! পারবে কী করে? মাত্র ৫৯ মিনিটেই যে খেলা শেষ। শুরুতে পেসারদের তাণ্ডব, তারপর ওপেনার তামিম-লিটনের দারুণ ফিনিশিংয়ে প্রথমবারের মতো কোন দলকে ১০ উইকেটে হারের স্বাদ দিতে পেরেছে।

সবুজ পাহাড়ে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুরু থেকেই এর সৌন্দর্যের জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে সাকিব-তামিমদের সাফল্যে ভাসিয়ে পুণ্যভূমি সিলেটের জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে গেলো। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হয়েছিল, ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি কি ইংল্যান্ড সিরিজ থেকেই? জবাবে তিনি জানিয়েছিলেন, আয়ারল্যান্ড সিরিজ থেকেই মূলত বিশ্বকাপ প্রস্তুতি শুরু। যে কথা সেই কাজ। সিলেটে স্পোর্টিং উইকেট বানিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে তামিম ইকবালের দল। সুদূর অতীতে যেখানে উপমহাদেশের বাইরের দেশগুলোর বিপক্ষে স্পিনিং উইকেটের ফাঁদ পাতা হতো, সেখানে আইরিশদের দেওয়া হলো কিনা স্পোর্টিং উইকেট?

কিছুটা শঙ্কাতো ছিলই, নিজেদের পাতা ফাঁদে না আবার নিজেরাই ধরাশায়ী হয়! তবে বিশ্বকাপকে সামনে রেখে এমন কিছুর বিকল্প ছিল না। শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশের ব্যাটাররা রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে তিন শতাধিক রান হয়েছে। যা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য দারুণ অভিজ্ঞতা। শেষ ম্যাচের আগে বাংলাদেশের পক্ষে ৪০০ রান করা সম্ভব বলেও মন্তব্য করেছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। কে জানে প্রোটিয়া সাবেক এই পেসারের কথার ভয়েই আইরিশরা আজ (বৃহস্পতিবার) টস জিতে ব্যাটিং নিয়েছে কিনা। আগের দুই ম্যাচে টস জিতে বোলিং করলেও আজ সফরকারীরা ব্যাটিং করেছেন। পরে দেখা গেলো বাংলাদেশের পেসারদের তোপে ১০২ রানের লক্ষ্য দিতে পেরেছে।

ব্যাটিং বান্ধব উইকেটেও যে বাংলাদেশের পেসাররা বল করতে শিখে গেছে তারই যেন মঞ্চ ছিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে বোলিংই করতে হয়নি। কিন্তু প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচে যেভাবে বাংলাদেশের পেসাররা আধিপত্য বিস্তার করেছেন, সেটি ছিল অবিশ্বাস্য। স্পিন শক্তির বাংলাদেশ দলে হুট করেই পেস বোলারদের আধিপত্য। এ যেন কল্পনাকে হার মানানো। যে আইরিশ ব্যাটাররা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় দলগুলোকে চোখ রাঙানি দেয়, সেই ব্যাটাররাই বাংলাদেশের পেসারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন। তাসকিন-হাসান-এবাদতদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আইরিশ কোন ব্যাটার দাঁড়াতেই পারেননি। ব্যাটিং স্বর্গে কীভাবে দাপট দেখাতে হয়ে, সেটিই যেন খুব ভালো করে পেসাররা আয়ত্ত করেছেন! যার উদাহরণ হয়ে থাকলে তৃতীয় ওয়ানডে।

অথচ বৃহস্পতিবার ৩ উইকেট নেওয়া তাসকিন ব্যাটিং স্বর্গে এমন বোলিং করেও সন্তুষ্ট হতে পারেননি। প্রথম ম্যাচে ১৫ রানে তাসকিনের শিকার ছিল দুটি। দারুণ পারফরম্যান্স সত্ত্বেও তাসকিন তাকিয়ে ওই সুদূরে, ‘বোলিং করে আরাম পেয়েছি। তবে আরও কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। বিশ্বের সেরা বোলার হওয়া এত সহজ নয়। আমরা সবাই মিলে যে প্রসেসে এগিয়ে যাচ্ছি। সামনেও সেটি অব্যাহত রাখতে হবে।’

ব্যাটিং স্বর্গে তাসকিনের মতো এবাদতও ছিলেন দারুণ কার্যকরী। আগের দিন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবাদতকে প্রশংসায় ভাসিয়েছেন। সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১২ মাস আগে তাকে যেভাবে দেখেছিলাম, তার চেয়েও অনেক শাণিত এখন। আমি মনে করি সে এমন একজন অ‌্যাথলেট যার ইঞ্জিন দুর্দান্ত।’

প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া এবাদত দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নিয়েছেন। সিরিজ জয়ের আনন্দ মাখামাখি করতে করতেই গুরুর প্রংশসা বাক্য ফের শুনতে হলো এবাদতকে। কথা শেষ হতেই লাজুক হাসিতে এবাদত বলেছেন, ‘স্যারের কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করি। ওভাবেই কাজ করছি। ইনশাআল্লাহ, সামনে আরও ভালো কিছু হবে।’

এদিকে, হাসান মাহমুদ মাত্র অষ্টম ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত করেছেন। প্রথম ম্যাচে একাদশে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে দলে থাকলেও বৃষ্টির কারণে বোলিং করার সুযোগ হয়নি। তৃতীয় ম্যাচে নতুন বলে শুরুটাই করেছেন এই পেসার। তার গতিময় বোলিংয়েই পুরোপুরি কোণঠাসা হয়েছে আইরিশ ব্যাটাররা। তাতেই প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়ার ইতিহাস গড়ে ফেলেছেন হাসান। পেসাররা কিছুটা আগ্রাসী হলেও হাসান তার উল্টো। সাফল্য নিয়ে তার বক্তব্য, ‘মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। কীভাবে আমি শুরু করছি। চেষ্টা করি ফোকাস থাকার জন্য। নতুন বলে, মাঝের ওভারে কিংবা ডেথ ওভারে আমার ভিন্ন ভিন্ন পরিকল্পনা থাকে।’

এমন ক্ষুরধার বোলিং পারফরম্যান্সের পর মাত্র ১৩৭ মিনিটে আইরিশরা অলআউট হয়েছে ১০১ রানে। সামান্য এই লক্ষ্য ১৩.১ ওভারে মাত্র ৫৯ মিনিটেই ছুঁয়ে ফেলেছেন তামিম-লিটন। তাতে ১০ উইকেটের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডে নাম খোদাই করেছে লাল-সবুজ জার্সিধারীরা। শুধু এই ম্যাচেই নয়। আগের দুই ম্যাচেও বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে। প্রথম ম্যাচে দুই ব্যাটার সাকিব আল হাসান ও অভিষিক্ত তাওহীদ হৃদয় ৯০ প্লাস রান করেছেন। এছাড়া মুশফিকের ২৬ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংসতো ছিলই। দ্বিতীয় ম্যাচে বৃস্টির কারণে কেবল বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে। ওই ম্যাচে লিটন ও শান্তর ৭০ প্লাস রানের ইনিংস আছে। আর ৬ নম্বরে নেমে মুশফিক রেকর্ডবুক ওলট পালট করে তুলে নিয়েছেন দ্রুততম সেঞ্চুরি। তাতে দুই ম্যাচেই বাংলাদেশ সর্বোচ্চ রান করেছে।

ব্যাটিং,বোলিং, ফিল্ডিং- সবকিছু মিলিয়েই সিলেটের পুণ্যভূমিতে বাংলাদেশ আধিপত্য দেখিয়েছে। অধিনায়ক তামিমতো সব বক্সেই ঠিক মার্ক দিয়ে দিচ্ছেন, ‘হ্যাঁ অবশ্যই। পারফেক্ট সিরিজই বলতে পারি। তবে দ্বিতীয় ম্যাচটা ওয়াশ আউট না হলে ভালো হতো। এছাড়া আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, তার সবই করেছি।  প্রথমে ব্যাট করা আসলেই কঠিন ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচে সেই চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। দিনশেষে আমরা খুবই সন্তুষ্ট যে প্রায় সব বক্সেই টিক দিয়েছি।’

ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের সব বক্সে টিক মার্ক দিলেও ক্রিকেটপ্রেমীরা নিশ্চিতভাবেই টিক মার্ক দেবেন একটি ছবিতে। পুরস্কার বিতরণী শেষে সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে। সেখানে উইনার লেখা ব্যানারের একদিকে সাকিব-তামিম দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছেন। হাত দিয়ে দেখিয়েছেন ভি চিহ্নও। সাকিবের কাঁধে তামিমের হাতও দেখা গেছে। এই ছবিই বলে দিচ্ছে, বিশ্বকাপ মিশন সফল করতে সব দ্বন্দ্ব দূরে ছুঁড়ে ফেলছেন তারা। বাংলাদেশের বিশ্বকাপ মিশন যে ‘সস্তা’হবে না। এটা যেন তারই ইঙ্গিত।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা টেক্টরের র‌্যাঙ্কিংয়ে ইতিহাস
আয়ারল্যান্ড ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপের আগে কাজে দেবে: শান্ত
সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ: তামিম
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!