X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগে ফিরেই তামিমের ম্যাচ জেতানো সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৩, ১৮:৩০আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৮:৪২

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলেই রাতে ঢাকায় ফিরেছেন তামিম ইকবাল। সকালে প্রাইম ব্যাংকের হয়ে অংশ নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানে তামিমের অপরাজিত সেঞ্চুরিতে মোহামেডানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে তার দল।

৫০ ওভারের ক্রিকেটে অনেক দিন ধরেই রানে নেই তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন। যার ধারাবাহিকতা ধরে রাখলেন ঘরোয়া লিগেও। জাতীয় দলের ব্যস্ততা শেষে একদিন পর মুশফিকুর রহিমও লিগে অংশ নিয়েছেন। তার মতো ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। তিনজনই প্রাইম ব্যাংকের হয়ে আজ লিগ খেলছেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করেছে মোহামেডান। ইমরুল কায়েস ও মাহিদুল ইসলামের ওপেনিং জুটিতে ৪৪ রান আসলেও পরে তারা মোমেন্টাম ধরে রাখতে পারেনি। অধিনায়ক ইমরুল (২২) বিদায় নেওয়ার পর বাকি ব্যাটাররা নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেছেন। সর্বোচ্চ ৪১ রান করেছেন আরেক ওপেনার মাহিদুল। প্রাইম ব্যাংকের বোলিং তোপে শেষ পর্যন্ত ৪২ ওভারে ১৯৯ রানে তারা অলআউট হয়েছে।

প্রাইম ব্যাংকের হয়ে ২৯ রানে ৩টি উইকেট নিয়েছেন নাসির হোসেন। দুটি করে নিয়েছেন রুবেল হোসেন ও রেজাউর রাজা।

জবাবে ওপেনিং জুটিতেই প্রাইম ব্যাংক ৭৩ রান যোগ করেছে। তামিম-মিঠুনের জুটিতে যোগ হয়েছে ৭৩ রান। তার পর নাসির (১) ও ইয়াসির আলী (১) দ্রুত ফিরলেও বিপদ হতে দেয়নি তামিম-মুশফিক জুটি। তাদের অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতে ৪২.১ ওভারেই ম্যাচ জিতেছে প্রাইম ব্যাংক। তামিম ১৫৬ বলে ১২ চারে ১০৯ রানে অপরাজিত ছিলেন। মুশফিকুর রহিম ৫৭ বলে অপরাজিত ছিলেন ৩৯ রানে।ম্যাচ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তামিম।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ