X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কলকাতাকে হারিয়ে শুরু পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ২০:৪২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:৪৫

২৪ বলে লাগতো আরও ৪৬ রান। হাতে ছিল তিন উইকেট। লেজের ব্যাটারদের বড় দায়িত্ব নিতে হতো। সুনীল নারিন ক্রিজে ছিলেন বলে জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতো না। কিন্তু ব্যাট হাতে আর নামা হয়নি কলকাতা নাইট রাইডার্সের। বৃষ্টিতে ডাকওয়ার্থ লুইস মেথডে পাঞ্জাব কিংস জিতে গেছে তাদের প্রথম আইপিএল ম্যাচে।

১০ ওভারে স্কোর ৪ উইকেটে ৮০। ১১তম ওভারের প্রথম বলে গেলো আরেকটি উইকেট। ১৯২ রানের লক্ষ্যে নেমে ম্যাচ তখন কলকাতার মুঠোর বাইরে। ভেঙ্কটেশ আইয়ার ও আন্দ্রে রাসেল জুটি বাঁধলেন, বদল আনলেন হিসাবে। মোহালির আকাশে তখন হালকা মেঘ আর বিদ্যুতের ঝলকানি। 

তাই চোখ বন্ধ করে মারতে চাইলেন ভেঙ্কটেশ ও রাসেল। ১৫তম ওভারে যোগ হলো ১৮ রান! পরের ওভারে স্যাম কারানকে টানা ছয় ও চার মেরে রান বাড়িয়ে নিতে থাকলেন রাসেল। কিন্তু উইন্ডিজ তারকা পরের বলে ক্যাচ দিলেন সিকান্দার রাজাকে। ১৯ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৫ রানে আউট রাসেল। শার্দুল ঠাকুর শেষ বলে মারলেন ছক্কা। ওই ওভারেও এলো ১৮ রান।

অন্য প্রান্তে ভরসা হয়ে ছিলেন ভেঙ্কটেশ। ১৬তম ওভারে তাকেও থামতে হলো। আর্শদীপ সিংয়ের ওভারে শেষ হলো তার ২৮ বলে ৩৫ রানের ইনিংস। সুনীল নারিন নেমে দ্বিতীয় বলে লং অন দিয়ে হাঁকালেন ছক্কা। তারপরই নামলো বৃষ্টি। হিসাবনিকাশ শুরু হয়ে গেলো। তখনও ৭ রানে পিছিয়ে কলকাতা। আর বল গড়ানো সম্ভব না। ডিএলএস মেথডে পাঞ্জাব কিংসকে বিজয়ী ঘোষণা করা হলো।

শুরুটা ভালো হয়নি কলকাতার, তারই খেসারত দিতে হয়েছে। ২৯ রানে পঞ্চম ওভারে তারা হারায় তিন নম্বর ব্যাটারকে। এরপর নতুন অধিনায়ক নিতিশ রানা ১৭ বলে ২৪ রান করে বিদায় নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ক্ষত সারানোর ইঙ্গিত দিলেও সফল হননি ভেঙ্কটেশ ও রাসেল। ১৬ ওভার শেষে ৭ উইকেটে স্কোর ১৪৬।

পাঞ্জাবের পক্ষে আর্শদীপ সর্বোচ্চ তিন উইকেট নেন।

এর আগে মোহালিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯১ রান করে পাঞ্জাব। তাদের পক্ষে ভানুকা রাজাপাকসা ৩২ বলে ৫০ রানের সেরা ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক শিখর ধাওয়ানের ২৯ বলে ৪০ রান ছিল কার্যকরী। শেষ দিকে স্যাম কারান ১৭ বলে ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত থেকে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। ৭ বলে ২ চারে ১১ রান করা শাহরুখ খানের অবদানও কম নয়।

কলকাতার পক্ষে টিম সাউদি সর্বোচ্চ ২ উইকেট নেন। 

দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হেনে বোলিংয়ে পাঞ্জাবের শুরুটা ভালো এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন আর্শদীপ। ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন ভারতীয় পেসার।

/এফএইচএম/
সম্পর্কিত
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি