X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রান পেলেই সহজ মনে হয়, না পেলে কঠিন: হৃদয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জুলাই ২০২৩, ১৭:৪৮আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৭:৪৮

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন তাওহীদ হৃদয়। গত বছর মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে প্রথমবার বাংলাদেশের জার্সি পরেন। ওই মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে দ্যুতি ছড়ানো হৃদয় ধারাবাহিকতা ধরে রেখেছেন আফগানিস্তান সিরিজ পর্যন্ত। যেভাবে রান করছেন, তাতে করে মনে হতে পারে তার জন্য রান করা মোটেও কঠিন কোন কাজ নয়। যদিও হৃদয় জানিয়েছেন ভিন্ন কথা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলে গড়েছিলেন দেশের পক্ষে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর ধারাবাহিকভাবে রান করে চলছেন এই তরুণ ব্যাটার। পিছিয়ে নেই টি-টোয়েন্টি ক্রিকেটেও। সবশেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন ৪৭ রানের ম্যাচ জয়ী ইনিংস। সব মিলিয়ে ৯ ওয়ানডেতে প্রায় ৫০ গড়ে ও টি-টোয়েন্টিতে ২৬ গড়ে রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা হৃদয় মনে করেন রান করা মোটেও সহজ কোনও কাজ নয়, ‘না, সহজ না। রান পেলেই সহজ মনে হয়, না পেলে কঠিন। এটাই স্বাভাবিক। ওয়ানডেতে ফিফটি করলেও ফল তো পক্ষে আসেনি। আমার মনে হয় এই ফিফটির কোনও দাম নেই। সামনে এমন কোনও সুযোগ আসলে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবো।’

যুব ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবশেষ বিপিএলে ভালো করে জাতীয় দলে এসেছিলেন হৃদয়। তরুণ এই ব্যাটার ঠিকই জানেন আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন, ‘জাতীয় দল আর অনূর্ধ্ব-১৯ দল সম্পূর্ণ আলাদা। অনূর্ধ্ব-১৯ দলের চেয়ে অবশ্যই জাতীয় দলের চ্যালেঞ্জ বেশি। আমি চেষ্টা করি সব খেলায় আমার যে কাজ সেটা ঠিকভাবে করার।’

হৃদয় অবশ্য ভালো-মন্দ এত কিছু ভাবতে চান না। ব্যাটার হিসেবে দলের জন্য কেবল ভূমিকা রাখতে চান তিনি, ‘ব্যাটার হিসেবে আমার ভূমিকাই হলো ব্যাট হাতে দলের জন্য অবদান রাখা। আমার অবদানে যদি দল জেতে তাহলে ভালো লাগে। শুধু আমার না, প্রত্যেক খেলোয়াড়েরই অনেক ভালো লাগে। ম্যাচ শেষ করে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে।’

তরুণ ক্রিকেটার হয়েও ঠাণ্ডা মাথায় ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে ব্যাটিং করতে দারুণ পারদর্শী হৃদয়। মিডল অর্ডার এই ব্যাটার জানেন ঠাণ্ডা মাথাতেই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, ‘ব্যাটিং এমন একটা জায়গা, এখানে মেজাজ ঠাণ্ডা রাখা গুরুত্বপূর্ণ। প্রত্যেক বল নির্বাচন গুরুত্বপূর্ণ। বোলারের ঘুরে দাঁড়ানো সহজ। ব্যাটারের একটা ভুল হয়ে গেলে ফেরার আর সুযোগ থাকে না। ব্যাটার হিসেবে আমি অনুভব করি- আমি সবসময় শান্ত থাকবো এবং আমার পরিস্থিতির চাহিদা অনুযায়ী খেলবো।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল হিসেবে একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। ব্যক্তিগতভাবে ওতটা ভালো হয়নি হৃদয়েরও। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। তবে এটিকে ইতিবাচকভাবেই দেখছেন হৃদয়, ‘ওয়ানডে সিরিজ আশানুরূপ হয়নি। এটাও ইতিবাচক, আমরা ভুলগুলো শুধরে সামনে বড় ইভেন্টে ভালো কিছু করতে পারবো। টি-টোয়েন্টিতে ভালো হচ্ছে, যতটা পারি ধরে রাখার চেষ্টা করবো। আপনি প্রত্যেকটা সিরিজ জিতবেন না। ছোট ভুল যত কম করতে পারবো ততই ভালো করা সম্ভব।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৯ মে, ২০২৫)
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ