X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ক্যান্ডিতে ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ১১:৩৬আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:৪৯

এশিয়া কাপের সূচি নিয়ে কাটাছেঁড়া এখনও চলছে। টুর্নামেন্টের মূল আকর্ষণীয় ম্যাচ পাকিস্তান ও ভারতের। সবশেষ খসড়া সূচি অনুযায়ী দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ হবে ২ সেপ্টেম্বর, ভেন্যু শ্রীলঙ্কার ক্যান্ডি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরিকল্পিত সূচির চেয়ে একদিন আগে ৩০ আগস্ট শুরু হবে এই ওয়ানডে প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে, স্বাগতিক পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল কলম্বোতে।

চূড়ান্ত ঘোষণার আগে আরও কিছু পরিবর্তন আসতে পারে সূচিতে। সম্প্রতি এসিসি পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুমোদন দেওয়ায় সূচিতে বদল আসে।

সব মিলিয়ে ১৩ ম্যাচ খেলা হবে। পাকিস্তানের সময় বেলা ১টায় ম্যাচ শুরু হবে, বাংলাদেশ সময় বেলা ২টায়। ছয় দলের এই প্রতিযোগিতায় পাকিস্তান ও ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সেরা চারে উঠবে, সেখানে একে অন্যের সঙ্গে খেলা শেষে পয়েন্টের ভিত্তিতে প্রথম দুটি দল খেলবে ফাইনালে।

পিসিবির আগের কমিটির প্রস্তাব অনুযায়ী পাকিস্তানের একটি শহরেই ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু জাকা আশরাফের নতুন প্রশাসন এসে মুলতানকে দ্বিতীয় ভেন্যু হিসেবে যুক্ত করেছে। মুলতানে উদ্বোধনী ম্যাচ হবে এবং লাহোরে তিনটি গ্রুপ ম্যাচ ও একটি সুপার ফোরের খেলা হবে। 

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে। ৫ সেপ্টেম্বর একই মাঠে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। খসড়া সূচি অনুযায়ী ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সুুপার ফোরে উঠলে কার কোথায় অবস্থান হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষে পাকিস্তান হবে গ্রুপ চ্যাম্পিয়ন, ভারত দ্বিতীয়। আর শ্রীলঙ্কা হবে পের চ্যাম্পিয়ন, বাংলাদেশ রানার্সআপ। নেপাল ও আফগানিস্তান যদি সুপার ফোরে ওঠে, তাহলে তারা ছিটকে যাওয়া পাকিস্তান কিংবা ভারত ও শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের জায়গা নেবে।

পাকিস্তানে একমাত্র সুপার ফোরের ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর এ-১ ও বি-২ এর মধ্যে। পাকিস্তান ও ভারত সুপার ফোরে উঠলে তারা ১০ সেপ্টেম্বর আবার ক্যান্ডিতে মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর!
পাকিস্তানের মন্ত্রী এসিসি প্রধান হওয়ায় এশিয়া কাপে খেলবে না ভারত
শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল