X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ, ডাক পেলেন তানজিদ তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৩, ০৯:৪৮আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:১২

অনেক জল্পনা-কল্পনা শেষে শনিবার সকালে এশিয়া কাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সকাল সাড়ে নয়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এশিয়া কাপের দল ঘোষণা করেন। 

আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন। 

এশিয়া কাপের দলে বেশ কয়েকজন হুট করেই সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপজয়ী দুই দলের ক্রিকেটার তানজদি হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারীকে ডাকা হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান।

দলে ডাক পাননি মাহমুদউল্লাহ। ওয়ানডেতে নিচের দিকে দলের চাহিদা অনুযায়ী ব্যাট করতে পারছিলেন না। ফিল্ডিংয়েও ধুঁকছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজে খারাপ খেলার পর বাদ পড়েন তিনি।  ফেরার লড়াইয়ের চেষ্টা চালিয়ে গেলেও শেষ অব্দি ফিরতে পারলেন না ‘আনসাং হিরো’ খ্যাত এই অলরাউন্ডার।  

ঘরোয়া ক্রিকেটে ব্যর্থ হওয়ার পরও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সেখানেও হয়েছেন ব্যর্থ। তাতে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ মিললো না তার।

এছাড়া প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান করে আফগানিস্তান সিরিজে ফেরা নাঈম শেখকে এশিয়া কাপের স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। ব্যাকআপ ওপেনার হিসেবে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমও সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে।

তানজিদ হাসান তামিম (ছবি: সাজ্জাদ হোসেন)

এছাড়া আফিফ ছিলেন সাদা বলের ক্রিকেটে দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝেই স্কোয়াড থেকে জায়গা হারান। তবে ফিরলেন তিনি।

১৭ জনের স্কোয়াড ছাড়াও আর তিন জনকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছেন নির্বাচকরা। যদিও এই তিন জন দলের সঙ্গে সফর করবেন না। হুট করে কারও ইনজুরি কিংবা অন্য কারণে প্রয়োজন হলে তাদের নেবে বিসিবি।  

আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।

এশিয়া কাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, এবাদত হোসেন, নাঈম শেখ।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে কে কোন পুরস্কার জিতলেনবরিশাল আড়াই কোটি, চিটাগং দেড় কোটি
শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা
র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনতি, হৃদয়-মোস্তাফিজের উন্নতি
সর্বশেষ খবর
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপনবাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে