X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সব দায়িত্ব আমার একার না: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩২

এশিয়া কাপের আগে ভালো প্রস্তুতি নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানও বিভিন্ন জায়গায় ফাইনাল খেলার কথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাকিব আল হাসানের দল পুরো টুর্নামেন্টেই ছন্নছাড়া ক্রিকেট খেলেছে। এমন ব্যর্থতার দায় সাকিব একা নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমকে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব ছিলেন আক্রমণাত্মক মেজাজে। প্রশ্ন নিজের মন মতো না হলেই করেছেন পাল্টা প্রশ্ন। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে নিজে যেচে গিয়ে একের পর এক প্রশ্ন নিয়েছেন, দিয়েছেন খোলামেলা উত্তর। ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে।’

শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সাকিব জানিয়েছিলেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তার নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব, ‘আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

ভারতের সঙ্গে ম্যাচে লক্ষ্য নিয়ে জানতে চাইলে সাকিব পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি নামলে কী করতেন? নামার আগে? (অবশ্যই জেতার চেষ্টা করতাম)।’ তারপর সাকিব বলেন, ‘আমরাও সেটা চেষ্টা করছি।’

এর আগে শুরুতে ভারত ম্যাচ নিয়ে, উইকেট প্রসঙ্গে এবং নিউ জিল্যান্ড সিরিজে থাকবেন কিনা এমন প্রশ্নে সাকিবের উত্তর ছিল আক্রমণাত্মক। যেমন জিতবেন কিনা, এমন প্রসঙ্গে প্রশ্নে সাকিবের উত্তর ছিল, ‘আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও টুর্নামেন্টে আমাদের সমস্যা হয়, বৃহস্পতিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্ষেপে যান সাকিব। পাল্টা প্রশ্নে সাকিব জিজ্ঞেস করেন, ‘আমরা কি এখানে কালকের ভারত ম্যাচ নিয়ে কথা বলছি?’

ভারত কঠিন না সহজ প্রতিপক্ষ? এমন সরল প্রশ্নেও সাকিবের উত্তর ছিল বাঁকা, ‘এটা তো খেলার পরে বলতে পারবো। খেলার আগে কীভাবে বলবো—সহজ হবে না কঠিন হবে। আমরা যাবো। যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

/আরআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ