বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। তার মধ্যে আছে প্রস্তুতি ম্যাচও। আগামী বুধবার দুপুরে বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওয়ানা দেবে। মাঝে একদিন বাকি, এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ দলটি কেমন হবে তা নিয়ে ক্রিকেটপ্রেমী দর্শকদের আগ্রহ সীমাহীন। দল ঘোষণার আগে বাইরের কারও জানারও সুযোগও নেই দলটি কেমন হতে যাচ্ছে। তবে কেউ না জানলেও কারা বিশ্বকাপে যাচ্ছেন, সেটা ক্রিকেটাররা ঠিকই জানেন। এমনটা সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার কিউইদের বিপক্ষে তিন ম্যাচের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সাকিব আল হাসান ও লিটন দাস না থাকায় এই দলকে শান্ত-ই নেতৃত্ব দেবেন। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ড সিরিজেই বিশ্বকাপ দল নিয়ে কথা বলেছেন তিনি, ‘অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে। দু’একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কী হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না, কারণ মোটামুটি জানি কারা যাবো, কারা খেলবো এবং কাদের কী রোল। তাই এটা নিয়ে খুব বেশি সমস্যা আসলে হয়নি।’
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন শান্ত। তার কাছে প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের নেতৃত্ব মুগ্ধ করে তাকে। সাকিবের মতো করেই দলকে নেতৃত্ব দিতে চান এই ক্রিকেটার, ‘সব সময় পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বলেন এমএস ধোনিকে দেখেছি ওনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে আমার সাকিব ভাইয়ের ক্যাপ্টেনসি বলেন বা ওনার প্ল্যানিং বা মাঠে প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুবই এনজয় করি। এবং বিপিএলে তার সঙ্গে খেলার অপরচুনিটি হয়েছিল যখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করবো যে, আমার যতটুকু এক্সপেরিয়েন্স আছে এবং আমার যে জিনিসগুলো বড় ভাইদের কাছ থেকে শিখেছি ওই জিনিসগুলো ছোট ছোটভাবে কাজে লাগানোর চেষ্টা করবো।’