X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মাল্লা, দীপেন্দ্রর ব্যাটে রেকর্ডবই ওলটপালট করলো নেপাল

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫

এক ম্যাচেই বিশ্ব রেকর্ড হলো পাঁচটি! সবগুলোতেই জুড়ে থাকলো নেপালের নাম। বুধবার এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে তিনশর বেশি রান করেছে হিমালয়কন্যারা। রানপাহাড় গড়ার পথে দ্রুততম সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তাদের দুই ব্যাটার।

হাংজুতে ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের সর্বোচ্চ ৩ উইকেটে ২৭৮ রানের রেকর্ড ভেঙে দেয় দলটি।

বিধ্বংসী ব্যাটিংয়ে নেতৃত্ব দেন কুশল মাল্লা। তিন নম্বরে ব্যাট করতে নেমে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি। মাত্র ৩৪ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরিকে পেছনে ফেলেন মাল্লা। ৫০ বলে ১২ ছয় ও আট চারে ১৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

শুধু সেঞ্চুরিই নয়, দ্রুততম হাফ সেঞ্চুরিও হয়ে গেছে এই ম্যাচে। দীপেন্দ্র সিং আইরি ভেঙে দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ড। মাত্র ৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যুবরাজ ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে চুরমার। ১০ বলে ৮ ছয়ে ৫২ রানে অপরাজিত ছিলেন দীপেন্দ্র।

নেপালের ২৬ ছয়ও একটি রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের করা ২২ ছয়ের কীর্তি টপকে গেছে তারা। 

গত সপ্তাহে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ১৫ রানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়া। এবার পুরুষ ক্রিকেটে তারা অলআউট হয় ৪১ রানে। তাতে ২৭৩ রানে জেতে নেপাল। জয়ের ব্যবধানেও রেকর্ড গড়েছে তারা। ২০১৯ সালে তুরস্কের বিপক্ষে চেক রিপাবলিকের ২৫৭ রান পরিণত হয়েছে পুরোনো রেকর্ডে।   
 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক