X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

মাল্লা, দীপেন্দ্রর ব্যাটে রেকর্ডবই ওলটপালট করলো নেপাল

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫

এক ম্যাচেই বিশ্ব রেকর্ড হলো পাঁচটি! সবগুলোতেই জুড়ে থাকলো নেপালের নাম। বুধবার এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে তিনশর বেশি রান করেছে হিমালয়কন্যারা। রানপাহাড় গড়ার পথে দ্রুততম সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তাদের দুই ব্যাটার।

হাংজুতে ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের সর্বোচ্চ ৩ উইকেটে ২৭৮ রানের রেকর্ড ভেঙে দেয় দলটি।

বিধ্বংসী ব্যাটিংয়ে নেতৃত্ব দেন কুশল মাল্লা। তিন নম্বরে ব্যাট করতে নেমে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি। মাত্র ৩৪ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরিকে পেছনে ফেলেন মাল্লা। ৫০ বলে ১২ ছয় ও আট চারে ১৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

শুধু সেঞ্চুরিই নয়, দ্রুততম হাফ সেঞ্চুরিও হয়ে গেছে এই ম্যাচে। দীপেন্দ্র সিং আইরি ভেঙে দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ড। মাত্র ৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যুবরাজ ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন। ১৬ বছর পর সেই রেকর্ড ভেঙে চুরমার। ১০ বলে ৮ ছয়ে ৫২ রানে অপরাজিত ছিলেন দীপেন্দ্র।

নেপালের ২৬ ছয়ও একটি রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের করা ২২ ছয়ের কীর্তি টপকে গেছে তারা। 

গত সপ্তাহে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ১৫ রানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়া। এবার পুরুষ ক্রিকেটে তারা অলআউট হয় ৪১ রানে। তাতে ২৭৩ রানে জেতে নেপাল। জয়ের ব্যবধানেও রেকর্ড গড়েছে তারা। ২০১৯ সালে তুরস্কের বিপক্ষে চেক রিপাবলিকের ২৫৭ রান পরিণত হয়েছে পুরোনো রেকর্ডে।   
 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
ওসিদের পর এবার সব ইউএনও-কে বদলির নির্দেশ
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন